মারিও মান্দজুকিচকে পেতে মরিয়া এটিকে-মোহনবাগান, তবে সামনে রয়েছে তিনটি বড় বাধা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম নামী ফরোয়ার্ড মারিও মান্দজুকিচকে বড়সড় অফার করেছে এটিকে-মোহনবাগান। ইতিমধ্যেই ইউরো ২০২০ খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোকে এনে চমক দিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবার কার্যত ভারতীয় ফুটবলের সব থেকে বড় চমকটি এবার হাজির করতে চলেছে তারা।
তবে ক্রোয়েশিয়ান এই সুপারস্টারকে পেতে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হবে এটিকে-মোহনবাগানকে। মার্কি খেলোয়াড়ের আওতায় পড়ায় বেতনের কোনও সীমাবদ্ধতা থাকবে না, যার জেরে রেকর্ড বেতনের অফার দেওয়া হয়েছে ৩৬ বছরের এই ফরোয়ার্ডকে। এই নিয়ে ক্রোয়েশিয়ান একটি সংবাদমাধ্যমও নিশ্চয়তা দিয়েছে, গতবারের আইএসএল রানার্সরা এগিয়ে এসেছে মান্দজুকিচকে পেতে।
এই পরিস্থিতিতে গত বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করা মান্দজুকিচকে পেতে তিনটি বড় বাধার সম্মুখীন হতে হবে এটিকে-মোহনবাগানকে।
ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবের অফার -
প্রথম বাধাটি নিঃসন্দেহে বাকি ক্লাবের অফার। ইতালির সিরি আ এর ক্লাব বোলোনা পেতে আগ্রহী। এদিকে তুরস্কের দুই হেভিওয়েট ক্লাব ফেনেরবাচ ও বেসিকতাসও অফার দিয়েছে। এছাড়া ফরাসি লিগ ওয়ান ও চাইনিজ সুপার লিগের বেশ কিছু ক্লাবও আগ্রহ বাড়িয়েছে, আগ্রহ এসেছে জাপানের তরফ থেকেও। ফলে সব মিলিয়ে মান্দজুকিচকে পেতে বেশ কাঠখড় পোড়াতে হবে এটিকে-মোহনবাগানকে।
ভারতে আসার জন্য মানানো -
দ্বিতীয় বাধা হল ভারতে আসার বিষয়ে মান্দজুকিচকে মানানো। এত বড় মাপের একজন ফুটবলারকে ভারতে আনার বিষয়ে মানানোটা বড় চ্যালেঞ্জ এটিকে-মোহনবাগানের জন্য। ৩৬ বছর বয়স হলেও তিনি শেষবার এসি মিলানের হয়ে খেলেছেন। ফলে মিলানের মত নামী ক্লাব থেকে একটি নতুন জায়গায় আসাটা নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত হবে মান্দজুকিচের জন্য।
বিপুল বেতন -
আর অন্তিম বাধা হল বেতন। এসি মিলানে থাকাকালীন মান্দজুকিচের বেতন ছিল মাসিক তিন লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় ২.৬৫ কোটি টাকা)। ফলে যদি এই বেতনই বজায় থাকে, তাহলে মান্দজুকিচকে আনতে অন্তত ৯ কোটি টাকা খরচ হতে পারে এটিকে-মোহনবাগানের জন্য। যা আইএসএল তথা ভারতীয় ফুটবলে বড়সড় রেকর্ড। ফলে অর্থের বিষয়টিও মাথায় রয়েছে এটিকে-মোহনবাগানের।
ফলে এই তিনটি সমস্যা রয়েছে মান্দজুকিচকে আনার জন্য। তবে এই ডিল যদি তুলে নিতে পারে এটিকে-মোহনবাগান, তবে রয় কৃষ্ণা ও মান্দজুকিচের জুটি কি পরিমাণ থরহরিকম্প সৃষ্টি করতে পারে আইএসএলে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।