ইস্টবেঙ্গলের ঘর ভাঙছে মোহনবাগান!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নাওরেম মহেশ কে ইস্টবেঙ্গল থেকে এটিকে মোহনবাগানে নিতে আগ্রহ এটিকে মোহনবাগান কতৃপক্ষ। সূত্র বলছে এ ব্যাপারে মহেশের এজেন্টের সাথে কথা শুরু করেছেন এটিকে মোহনবাগান কতৃপক্ষ।
প্রসঙ্গত এই মরসুমের লাল হলুদ জার্সিতে খেলা ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম গুলির মধ্যে সবার আগে থাকবেন নাওরেম। অথচ নাওরেম মহেশের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তিতে নেই ইস্টবেঙ্গল। ভাল পারফরমেন্স দেখে এটিকে মোহনবাগান তুলে নিতে চায় নাওরেমকে।
এদিকে অনিকেত যাদব উড়িষ্যা এফসিতে গেছেন। নতুন ফুটবলার তোলার ব্যাপারে ব্যর্থ ইস্টবেঙ্গল এফসি। ট্রান্সফার ব্যানের জন্যেই যা সম্ভব নয়। উল্টো দিকে ঘরে যারা আছেন তাদের ধরে রাখাও সম্ভব হচ্ছেনা। এক দীর্ঘ মেয়াদী চুক্তির অভাব যার অন্যতম কারণ।
নাওরেম লাল হলুদ জার্সিতে খেলেছেন লোনে। এখন ইস্টবেঙ্গলের সঙ্গী চুক্তি ২০২৪ পর্যন্ত। তাই নাওরেমের এজেন্টরা ক্লাব বদলাতে চাইছেন।