আপুইয়াকে না পেয়ে এবার এই তরুণ ভারতীয় মিডফিল্ডারকে টার্গেট করল এটিকে-মোহনবাগান

সব্যসাচী ঘোষ : নর্থইস্ট ইউনাইটেডের তারকা তথা এবারের আইএসএলের সেরা উঠতি খেলোয়াড় আপুইয়াকে নিতে মরিয়া ছিল এটিকে-মোহনবাগান। কিন্তু মুম্বই সিটি এফসি যেভাবে ঝাঁপিয়েছে, তাতে এই তরুণ উইঙ্গারের সবুজ-মেরুণ শিবিরে আসার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে এবার কেরালা ব্লাস্টার্সের তরুণ ফুটবলার জিকসন সিংকে টার্গেট করল এটিকে-মোহনবাগান।
১৯ বছরের এই তরুণ মিডফিল্ডার ২০১৭ সালের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতীয় দলের অন্যতম সেরা তারকা ছিলেন। আর এই বছর কিবু ভিকুনার অধীনে কেরালা ব্লাস্টার্সের হয়ে ডিফেন্সিভ মিডফিল্ডে ১৬টি ম্যাচ খেলেছেন জিকসন, যেখানে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শেষ মিনিটে সমতাসূচক গোল করেছেন কেরালার হয়ে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার্সের সাথে জিকসনকে নেওয়া নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। যদিও ২০২৩ সাল অবধি জিকসন চুক্তিবদ্ধ। তবে ট্রান্সফার ফি দিয়েই এই প্রতিভাবান ভারতীয় ফুটবলারকে আনতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
শোনা যাচ্ছে, যেহেতু জয়েশ রানে এটিকে-মোহনবাগান ছাড়তে চলেছেন, তাই বিকল্প হিসেবে জিকসনকে চাইছে সবুজ-মেরুণ শিবির।