রক্ষণে জোর বাড়াতে এবার এই বিদেশীকে টার্গেট এটিকে মোহনবাগানের, বাদ পড়বে এই বড় নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংরেজি নববর্ষের শুরুতেই হয়তো নতুন বছরের অন্যতম বড় উপহারটি পেতে চলেছে পালতোলা নৌকোর সমর্থকরা। চলতি আইএসএলে এটিকে মোহনবাগানকে বার বার ভোগাচ্ছে দলের নড়বড়ে রক্ষণভাগ। সন্দেশ ঝিঙ্গান দল ছাড়ার পর আইএসএল এর বেশিরভাগ ম্যাচেই বার বার মুখ থুবড়ে পরতে হয়েছে প্রীতম-তিরিদের। দলের হতাশাজনক পারফর্মেন্সের জন্য চলতি আইএসএল এর মাঝপথেই চাকরি পর্যন্ত খোয়াতে হয় আন্তোনিও লোপেজ হাবাসকে।
জুয়ান ফেরান্ডো কোচ হয়ে আশার পর আপামর মোহনবাগান সমর্থকদের কথা দিয়েছিলেন এবার থেকে মোহনবাগান দল তাদের সেরাটা উপহার দেবে সবুজ মেরুন সমর্থকদের। আর বলতে গেলে সেই লক্ষ্যেই নতুন বছরের শুরু থেকেই কাজ শুরু করে দিলো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। ময়দানে কান পাতলেই যা শোনা যাচ্ছে নিজেদের রক্ষণ আঁটোসাঁটো করতে এটিকে মোহনবাগানে সম্ভবত আসতে চলেছেন প্যালেস্তাইনের জাতীয় দলের বছর ২৪ এর সেন্ট্রাল ডিফেন্ডার ইয়াসির মহম্মদ আব্দুল রহমান হামিদ।
যেটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে স্পেনের - অ্যাথলেটিকো বিলবাও এর ইউথ অ্যাকাডেমি থেকে নিজের কেরিয়ার শুরু করা ইয়াসির হামিদকে মোহনবাগানের রক্ষণভাগের সদস্য করতে সম্ভবত ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দিতে পারে সবুজ মেরুন ম্যানেজমেন্ট।প্যালেস্তাইন জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে ৫টি গোল আছে হামিদের। স্পেনের অ্যাথলেটিক বিলবাও একাডেমির অন্যতম প্রোডাক্ট ইয়াসির হামিদ স্পেনের সিডি সান্টার্টজি, এসডি লিওয়া এবং ক্লাব পর্তুগালেটি মতো ক্লাবে খেলেছেন।
এখন ডেভিড উইলিয়ামস এর পরিবর্ত হিসেবে যদি সত্যিই ইয়াসির হামিদ সবুজ মেরুন দলে অন্তর্ভুক্ত হয়, তাহলে মোহন জনতা যে রয় কৃষ্ণা আর ডেভিড উইলিয়ামসের যুগলবন্দী মিস করতে চলেছে সেটা বলাই বাহুল্য। এখন ডেভিড উইলিয়ামস এর পরিবর্ত হিসেবে সত্যিই ইয়াসির হামিদ এটিকে মোহনবাগান শিবিরে আসেন কি না বা এলেও সবুজ মেরুন রক্ষণ হামিদের অন্তর্ভুক্তিতে আদৌ জমাট বাধে কিনা সেই সব প্রশ্নের উত্তর আগামীর জন্য তোলা থাক।