সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত হিসেবে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে টার্গেট করল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সামনে কলকাতা লিগ ও এএফসি কাপ, আর এর মাঝে বড় ধাক্কা পেয়েছে এটিকে মোহনবাগান। দলের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান যোগ দিতে চলেছেন ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশনের ক্লাব এইচএনকে সিবেনিকে। এই পরিস্থিতিতে সন্দেশের পরিবর্ত হিসেবে কোনও অভিজ্ঞ ভারতীয় ডিফেন্ডারকে চাইছে এটিকে মোহনবাগান।
আর এই পরিস্থিতিতে হাতের সামনে অপশন হিসেবে অভিজ্ঞ ডিফেন্ডার রাজু গায়কোয়াড়কে টার্গেট করল এটিকে মোহনবাগান। জানা গিয়েছে, চেন্নাইন এফসির প্রস্তাব পাওয়া রাজুকে বড় প্রস্তাব দিতে চলেছে এটিকে মোহনবাগান।
টিম ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গিয়েছে, গত মরশুমে রাজুর ডিফেন্সিভ ওয়ার্কলোড পছন্দ হয়েছে কোচ আন্তোনিও হাবাসের। এছাড়া তার বিষাক্ত লং থ্রোগুলিও অত্যন্ত উপযোগী প্রমাণিত হয়েছিল এসসি ইস্টবেঙ্গলের জন্য। এছাড়া সহকারী কোচ সঞ্জয় সেনও রাজুকে পেতে আগ্রহী। ফলে এই দুটি কারণে রাজুকে পেতে আগ্রহী হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।
আর এমনটা হলে কার্যত হোমকামিং হবে রাজুর জন্য। ২০১৫ সালে মোহনবাগানে যোগ দেন মুম্বইয়ের এই ডিফেন্ডার। ২০১৬ সালে কলকাতা লিগে মোহনবাগানের অধিনায়ক ছিলেন তিনি। ২০১৭ অবধি সবুজ-মেরুণের হয়ে খেলেছেন রাজু। তবে সন্দেশের মত বড়মাপের ফুটবলারের পরিবর্ত হিসেবে একা রাজুই অপশন হিসেবে থাকবেন না, সেটি আশা করাই যায়।