মুম্বই সিটির এই তিন সুপারস্টারকে নেওয়ার মরিয়া প্রয়াস এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে বিস্ফোরণ ঘটানো যেন একপ্রকার রেওয়াজ হয়ে গিয়েছে এটিকে মোহনবাগানের। একের পর এক তারকা খেলোয়াড় সই করিয়ে নিজেদের শক্তিবৃদ্ধি করেই চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবার লিগশীর্ষে থাকা মুম্বই সিটি এফসির এই তিন সুপারস্টার ফুটবলারকে নেওয়ার মরিয়া প্রয়াস করছে এটিকে মোহনবাগান।
তবে কোন তিন ফুটবলার, ভাবছেন নিশ্চয়ই? যা খবর, বিপিন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে এবং বিক্রম প্রতাপ সিংকে সই করাতে আগ্রহী এটিকে মোহনবাগান। এবং এর জন্য বিপুল অর্থ ট্রান্সফার ফি দিতেও রাজি সবুজ-মেরুণ ব্রিগেড।
বিপিন ও ছাংতে দুজনেরই ২০২৫ সাল অবধি চুক্তি রয়েছে মুম্বইয়ের সাথে, এবং দুজনেরই ট্রান্সফার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। এছাড়াও চলতি আইএসএলে মুম্বইয়ের অপরাজেয় দৌড়ে বড় ভূমিকা রয়েছে বিপিন (৪ গোল, ২ অ্যাসিস্ট) ও ছাংতে (৫ গোল, ১ অ্যাসিস্ট) এর। ফলে আদৌ এই দুই তারকা উইঙ্গারকে ছাড়বে কিনা মুম্বই, সে নিয়ে সন্দেহ রয়েছে।
তবে বিক্রম প্রতাপ সিংকে নেওয়ার বিষয়ে আশাবাদী হতেই পারে এটিকে মোহনবাগান। আগামী বছর মুম্বইয়ের সাথে চুক্তি শেষ হচ্ছে বিক্রমের। এছাড়াও চলতি মরশুমে পরিবর্ত হিসেবে মাত্র ১১৯ মিনিট খেলেছেন বিক্রম।
ইশান পন্ডিতাকে দীর্ঘদিন ধরে টার্গেট করেও পাচ্ছে না এটিকে মোহনবাগান। ফলে নিজেদের ফরোয়ার্ড সমস্যা দূর করতে ইশান থেকে ঘুরে বিক্রমের উপর ভরসা রাখতেই পারে সবুজ-মেরুণ ব্রিগেড।