দুরন্ত ভারতীয় ডিফেন্ডার দীপক টাংরিকে নিতে মরিয়া এটিকে-মোহনবাগান

সব্যসাচী ঘোষ : এবারের আইএসএলে চেন্নাইন এফসির পারফর্মেন্স মিশ্র হলেও, কিছু কিছু খেলোয়াড় বেশ নজর কেড়েছেন চেন্নাইয়ের হয়ে। আর তাদের মধ্যে একজন হলেন দীপক টাংরি। চণ্ডীগড়ের এই ডিফেন্ডার এবারের আইএসএলের অন্যতম উঠতি খেলোয়াড় হিসেবে নিজের নাম করেছেন। এবার এই তরুণ ডিফেন্ডারকে পেতে চাইছে টুর্নামেন্টের অন্যতম হেভিওয়েট দল এটিকে-মোহনবাগান।
জানা গিয়েছে, চলতি মরশুমে দীপক টাংরিকে বেশ পছন্দ হয়েছিল কর্তাদের এবং ইতিমধ্যেই টাংরি ও তার এজেন্টের সাথে কথা বলছেন সবুজ-মেরুণ শিবির। মরশুম শেষেই চেন্নাইনের সাথে চুক্তি শেষ হবে টাংরির। ফলে ফ্রি এজেন্ট হিসেবে আসতে পারেন সবুজ-মেরুণ শিবিরে। জানা গিয়েছে, ইতিমধ্যেই দীপক টাংরিকে অফার পাঠিয়ে দিয়েছে এটিকে-মোহনবাগান।
চলতি মরশুমে ১৭টি ম্যাচ খেলেন টাংরি, এবং কোচ সাবা লাজলোর অধীনে কখনও সেন্টার ব্যাক, আবার কখনও ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন টাংরি। ফলে ডিফেন্সে গভীরতা আনতে ২২ বছরের এই ফুটবলার বেশ ভালো অপশন হিসেবে মনে করছে সমর্থকমহল। এদিকে ডিফেন্সিভ মিডফিল্ডে এটিকে-মোহনবাগানের কাছে ভালো অপশন হিসেবেও সামনে আসছে টাংরির নাম।
এর আগে মোহনবাগানের অনুর্ধ্ব ১৮ দলে খেললেও মূল দলে সুযোগ পাননি দীপক টাংরি। এরপর ইন্ডিয়ান অ্যারোজে যোগ দেন তিনি। ২০১৮ সালে চেন্নাইন এফসিতে যোগ দিলেও আবার লোনে চলে যান অ্যারোজে। এরপর ২০১৯ সালে পুরোপুরি চেন্নাইনে ফিরে আসেন টাংরি।