দুই তারকা ফরোয়ার্ডকে টার্গেট এটিকে-মোহনবাগানের, রয়েছেন ইউরো খেলা এই ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই বিদেশী নিয়োগে চমক দেখিয়ে এটিকে-মোহনবাগান। চলতি ইউরো ২০২০ তে ফিনল্যান্ডের হয়ে খেলা মিডফিল্ডার জনি কাউকোকে আনতে চলেছে এটিকে-মোহনবাগান। কিন্তু কেবল একজন নয়, আরও কিছু ইউরো খেলা ফুটবলারকে আনতে আগ্রহী সবুজ-মেরুণ ব্রিগেড।
আর কাউকোর পর এবার তাদের টার্গেট উত্তর ম্যাসেডোনিয়ার তারকা ফরোয়ার্ড ইভান ত্রিকোভস্কিকে টার্গেট করেছে এটিকে-মোহনবাগান। এছাড়া অসি ফরোয়ার্ড নিকিতা রুকাভিতসিয়ার সাথে যোগাযোগ করেছে তারা। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই দুই ফরোয়ার্ডের সাথে আলোচনা করেছে এটিকে-মোহনবাগান, যদিও এদের একজনকে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
ইভান ত্রিকোভস্কি এবারের ইউরোয় তিনটি ম্যাচই খেলেছেন, এবং নেমেছেন তারকা ফরোয়ার্ড গোরান পান্ডেভের পরিবর্ত হিসেবে। বর্তমানে সাইপ্রাসের ক্লাব এইকে লারনাকায় খেলছেন এবং সেই ক্লাবের অধিনায়ক ইভান। তবে ২০২২ অবধি চুক্তিবদ্ধ এই ফরোয়ার্ডকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে এটিকে-মোহনবাগানকে। অন্ততপক্ষে ছয় কোটি টাকা খরচ করতে হবে সবুজ-মেরুণ ব্রিগেডকে।
এর আগে রেড স্টার বেলগ্রেড, অ্যাপোয়েল নিকোসিয়া, ক্লাব ব্রুজের মত হেভিওয়েট ক্লাবে খেলেছেন ইভান। চলতি মরশুমে ৩০ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি।
আর এই পরিস্থিতিতে ব্যাকআপ হিসেবে এটিকে-মোহনবাগানের ভাবনায় রয়েছে ৩৪ বছরের অজি ফরোয়ার্ড নিকিতা রুকাভিতসিয়া। বর্তমানে ইজরায়েলের প্রথম ডিভিশনের ক্লাব মাকাবি হাইফায় খেলছেন নিকিতা। চলতি মাসের শেষে চুক্তি শেষ হচ্ছে নিকিতার। আর এই পরিস্থিতিতে ফ্রি এজেন্ট হিসেবে এই তারকা ফরোয়ার্ডকে পেতে চাইছে এটিকে-মোহনবাগান।
এবারের মরশুমে ২৩টি গোল করেছেন নিকিতা, যার মধ্যে ইউরোপা লিগ যোগ্যতা অর্জন পর্বে রয়েছে চার গোল। এর আগে অস্ট্রেলিয়ার বেশ কিছু ক্লাবে খেললেও ২০১০ সাল থেকে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জার্মানির হার্থা বিএসসি, এফএসভি মাইঞ্জ, এফএসভি ফ্রাঙ্কফুর্ট ক্লাবে খেলেছেন নিকিতা।
জাভি হার্নান্ডেজের পর এবার ডেভিড উইলিয়ামসকেও বিদায় জানাতে পারে এটিকে-মোহনবাগান। আর সেই কারণে নয়া স্ট্রাইকারের খোঁজে এটিকে-মোহনবাগান। ফলে রয় কৃষ্ণার পাশে এই দুটি বড় সাইনিংয়ে চমক আনতে চলেছে এটিকে-মোহনবাগান।