নর্থইস্টের তরুণ সেনসেশন নিনথোইকে পেতে বিশাল বড় অফার দিল এটিকে-মোহনবাগান

সব্যসাচী ঘোষ : একটুর জন্য খেতাব এবং এএফসি চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হয়েছে এটিকে-মোহনবাগানের। আর তার জেরে আগামী মরশুম ও এএফসি কাপের জন্য দলগঠনে নেমে পড়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। এবার দলে গতি আনতে নর্থইস্ট ইউনাইটেডের তরুণ উইঙ্গার নিনথোইকে বিশাল বড় অফার দিল এটিকে-মোহনবাগান।
নিনথোইয়ের জন্য অনেক আগে থেকে আগ্রহ দেখিয়েছিল এটিকে-মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, আর এবার তারা টেবিলে অফারও পেশ করল। জানা গিয়েছে, ১৯ বছরের এই তরুণ ফুটবলারের জন্য ৮০ লক্ষ টাকা ট্রান্সফার ফি দিতে চাইছে এটিকে-মোহনবাগান। ২০২২ অবধি নর্থইস্টের সাথে চুক্তিবদ্ধ হওয়ার ট্রান্সফার ফি দিতেই হবে, আর তাই নিনথোইয়ের মূল ট্রান্সফার ফি (৬২ লক্ষ টাকা) এর তুলনায় অনেক বেশি অর্থ দিতে চাইছে এটিকে-মোহনবাগান।
তবে শুধু অর্থই নয়, দীর্ঘমেয়াদী চুক্তিতে এই মনিপুরি উইঙ্গারকে তুলে নিতে চাইছে সবুজ-মেরুণ ব্রিগেড। এর আগে এফসি গোয়া নিনথোইকে নেওয়ার জন্য লড়াইয়ে এগিয়ে ছিল, আগ্রহ দেখিয়েছিল এসসি ইস্টবেঙ্গলও। কিন্তু এবার দুর্দান্ত অফারের মাধ্যমে রেসে একেবারে এগিয়ে গেল এটিকে-মোহনবাগান।
এবারের আইএসএলে ১৩টি ম্যাচ খেলেছেন নিনথোই, যেখানে ছয়টি ম্যাচে শুরু থেকে খেলেছেন। দুর্দান্ত গতি এবং দারুণ স্কিলে মোহিত করেছেন সকলকে। মূলত ডানদিক থেকে খেলতে পছন্দ করেন তিনি। উইং থেকে ঢুকে প্রতিপক্ষের ডিফেন্সকে বেকায়দায় ফেলতে সক্ষম নিনথোই। ফলে এই খেলোয়াড়কে নিতে পারলে এটিকে-মোহনবাগানের বৈচিত্র্য বাড়বে বই কমবে না।