অমরিন্দরের পর মুম্বই সিটি এফসির দুই দুর্ধর্ষ ম্যাচ উইনারকে টার্গেট করল এটিকে-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একই দলের কাছে হেরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের আশা ও খেতাব জয়ের আশা – দুইই ভেঙেছে এটিকে-মোহনবাগানের। আর এবার সেই মুম্বই সিটি এফসির ঘর ভাঙতে উদ্যোগী হয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।
জানা গিয়েছে, মুম্বই সিটি এফসির দুই দুর্ধর্ষ বিদেশী বার্তোলোমেউ ওগবেচে এবং হিগো বৌমোসকে টার্গেট করেছে এটিকে-মোহনবাগান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই কথাবার্তা শুরু করার পরিকল্পনা করছে তারা। এবারের আইএসএলে অসাধারণ পারফর্ম করেছেন এই দুই বিদেশী। আট গোল ও তিন অ্যাসিস্ট করেছেন ওগবেচে, এদিকে তিনটি গোল ও নয়টি অ্যাসিস্ট করেছেন মরোক্কোর মিডিও হুগো।
যদিও ওগবেচের চুক্তি এই বছর শেষ হচ্ছে এবং হুগোর চুক্তি রয়েছে ২০২২ সাল অবধি – কিন্তু এই দুই খেলোয়াড়কে আদৌ ছাড়বে কিনা মুম্বই, তা নিয়ে সন্দেহ রয়েছে। কোচ সের্জিও লোবেরার অত্যন্ত পছন্দের ফুটবলার হুগো বৌমোস, এদিকে সুপার সাব হিসেবে অধিকাংশ ম্যাচেই মুম্বইকে জিতিয়ে এসেছেন ওগবেচে।
বিশেষজ্ঞদের মতে, হুগোকে পাওয়া কঠিন হলেও ওগবেচেকে পেতে খুব বেশি পরিশ্রম করতে হবে না এটিকে-মোহনবাগানকে। আসন্ন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওগবেচের পরিবর্তে আরও বড় কোনও স্ট্রাইকারকে আনতে পারে মুম্বই। ফলে ওগবেচেকে ছেড়েও দিতে পারে মুম্বই। কিন্তু সবই নির্ভর করছে কোচ লোবেরার নির্দেশে।