দীর্ঘমেয়াদি চুক্তিতে এটিকে মোহনবাগানে সই করলেন বিশাল কাইথ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ অবধি জল্পনাই সত্যি হল। এটিকে মোহনবাগানে সই করলেন তারকা গোলকিপার বিশাল কাইথ। তিন বছরের চুক্তিতে এই গোলকিপারকে আনল এটিকে মোহনবাগান।
শুক্রবার সরকারিভাবে ঘোষণা করে সবুজ-মেরুণ ব্রিগেড। এর আগে আর্শ আনোয়ারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে রেখে দিয়েছিল এটিকে মোহনবাগান।
এছাড়াও দুই গোলকিপারকে তিন সপ্তাহের জন্য স্পেনে প্রাক-মরশুমের প্রস্তুতিতে নিয়ে যাওয়া হবে। সেখানে গোলকিপার জোচ জেভিয়ার পিনান্দো ও হেড কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে বিশেষ অনুশীলন করবেন আর্শ ও বিশাল।