এটিকে-মোহনবাগানে সই করলেন ইউরো ২০২০ খেলা মিডফিল্ডার জনি কাউকো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দলবদলের বাজারে বাজিমাত করল এটিকে-মোহনবাগান। চলতি ইউরো ২০২০ সালে ফিনল্যান্ডের হয়ে খেলা মিডফিল্ডার জনি কাউকোকে সই করল সবুজ-মেরুণ ব্রিগেড।
বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এটিকে-মোহনবাগান। দুই বছরের চুক্তিতে সই করলেন ৩০ বছরের এই তারকা ফুটবলার। ফ্রি এজেন্ট হিসেবেই যোগ দিলেন কলকাতার ক্লাবে।
আগামী জুলাই মাসে ড্যানিশ ক্লাব এসবার্গ থেকে রিলিজ পাবেন জনি, আর তারপর এটিকে-মোহনবাগানে যোগ দিতে বাঁধা থাকবে না তার। এবারের ইউরোয় গ্রুপ লিগের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন কাউকো। এবার নয়া অভিযান শুরু করতে এটিকে-মোহনবাগানে যোগ দিলেন জনি।