পাঁচ বছরের রেকর্ড চুক্তিতে হুগো বৌমোসকে সই করাল এটিকে-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আবারও জ্যাকপট হাঁকাল এটিকে-মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির তারকা বিদেশী হুগো বৌমোসকে সই করিয়ে চমক দিল সবুজ-মেরুণ ব্রিগেড। আর এই চুক্তিটি নিঃসন্দেহে রেকর্ড তৈরি করেছে।
জানা গিয়েছে, ২.১ কোটি টাকার রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মুম্বই সিটি এফসি থেকে বৌমোসকে সই করিয়েছে এটিকে-মোহনবাগান। পাশাপাশি, মুম্বইয়ের তুলনায় ৩০ শতাংশ বেশি বেতন দেওয়া হবে ফরাসি এই মিডফিল্ডারকে। আর এই প্রথমবার কোনও ক্লাব একটি বিদেশীকে পাঁচ বছরের চুক্তিতে সই করাল, এমন অসাধারণ নজির গড়ল এটিকে-মোহনবাগান।
যদিও গত এপ্রিল মাসে এটিকে-মোহনবাগান অফার করেছিল বৌমোসের জন্য, কিন্তু মুম্বই তা প্রত্যাখ্যান করে। কিন্তু এবার বৌমোসকে পেতে মরিয়া হয়ে উঠেছিল মেরিনার্সরা। গতকাল এডু গার্সিয়ার বিদায়ের জেরে এই ট্রান্সফারটি বেশ পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এবার বৌমোসকে সই করতে কোনও দেরি করল না গতবারের রানার্সরা।
গত মরশুমে ১৬ ম্যাচে তিন গোল ও নয়টি অ্যাসিস্ট করেছিলেন বৌমোস। ২০১৯ সালে এফসি গোয়ার হয়ে লিগের সেরা খেলোয়াড় হওয়া বৌমোসকে ১.৭ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বই, আর সেই রেকর্ড ভেঙে দিল এটিকে-মোহনবাগান। বলা বাহুল্য, ঘরোয়া ফুটবলারের ক্ষেত্রেও ট্রান্সফার রেকর্ড ভেঙেছে এটিকে-মোহনবাগান, যখন তারা হায়দ্রাবাদ এফসি থেকে লিস্টন কোলাসোকে এক কোটি টাকা দিয়ে কিনেছিল।