জ্যাকপট এটিকে-মোহনবাগানের, দীর্ঘমেয়াদি চুক্তিতে আসছেন চেন্নাইনের স্তম্ভ দীপক টাংরি

সব্যসাচী ঘোষ : দোলপূর্ণিমায় চমক দেখাল এটিকে-মোহনবাগান। দীর্ঘদিন ধরে চেন্নাইন এফসির তারকা ডিফেন্ডার দীপক টাংরিকে টার্গেট করেছিল সবুজ-মেরুণ শিবির, এবার এই তরুণ ফুটবলারকে দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করাতে সক্ষম হল তারা। বেশ বড়সড় বেতনে এটিকে-মোহনবাগানে আসছেন টাংরি।
জানা গিয়েছে, তিন বছরের চুক্তিতে ২২ বছরের এই ফুটবলার আসছেন সবুজ-মেরুণ শিবিরে। এর আগে মোহনবাগান অ্যাকাডেমি ও যুব দলের হয়ে খেলেছেন টাংরি, এবার সবুজ-মেরুণ জার্সি পড়ে এটিকে-মোহনবাগানের হয়ে খেলবেন তিনি। যদিও এখনই আনুষ্ঠানিক ঘোষণা করতে পারবে না এটিকে-মোহনবাগান, কারণ মে মাস অবধি চেন্নাইনের সাথে চুক্তিবদ্ধ দীপক। এবং ফ্রি এজেন্ট হিসেবে সবুজ-মেরুণ শিবিরে আসছেন তিনি।
এবারের আইএসএলে চেন্নাইন এফসির হয়ে দুর্দান্ত খেলেন দীপক টাংরি। ডিফেন্ডার হলেও কোচ সাবা লাজলো তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়েছেন এবং সেখানেও দারুণ পারফর্ম করেছেন। দীপকের বিদায়ে নিঃসন্দেহে চেন্নাইন সমর্থকরা কষ্ট পাবেন।