এ লিগ দাঁপানো ডিফেন্ডার ব্রেন্ডান হ্যামিলকে সই করিয়ে শক্তিবৃদ্ধি এটিকে মোহনবাগানের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তিরির পরিবর্ত পেয়ে গেল এটিকে মোহনবাগান। দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুণ শিবিরে সই করলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল। গতবার অস্ট্রেলিয়া এ লিগের রানার্স আপ মেলবোর্ন ভিক্টরি থেকে হ্যামিলকে তুলে আনল এটিকে মোহনবাগান।
নিঃসন্দেহে এটি বড় একটি সাইনিং এটিকে মোহনবাগানের জন্য। অস্ট্রেলিয়া লিগে মেলবোর্ন ছাড়াও খেলেছেন মেলবোর্ন হার্ট, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও ওয়েস্টার্ন ইউনাইটেডে। এছাড়া ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার দক্ষিণ কোরিয়ার কে লিগের দল সেওনগামে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার যুব ও বয়সভিত্তিক জাতীয় দলে খেলেছেন ব্রেন্ডান। এছাড়া ২০১৪ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও ২০২১ সালে এফএফপি কাপ জিতেছেন তিনি।
হ্যামিলকে সই করানো নিয়ে কোচ জুয়ান ফেরান্ডো বলেছেন, “হ্যামিলকে বেছে নেওয়ার কারণ ও শুধু রক্ষণে নির্ভরতা জোগায় না, পিছন থেকে খেলাটা তৈরিও করে। ও দলে যোগ দেওয়ায় আমার রক্ষণ কঠিন সময়ে ওর থেকে সাহায্য পাবে। অস্ট্রেলিয় লিগে ওর খেলা আমি দেখেছি। ওর অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।“
এদিকে এটিকে মোহনবাগানে সই করে হ্যামিল বলেছেন, “ভারতীয় ফুটবল সম্পর্কে যে তথ্য জেনেছি তাতে এই ক্লাবের একটা বিশাল ফুটবল ইতিহাস আছে। সবুজ মেরুন জার্সির ঐতিহ্য ও পরম্পরা ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। অন্য ক্লাবের প্রস্তাব থাকলেও সেটাই আমাকে টেনেছে। ভারতে এসে ঐতিহ্যবাহী ক্লাবকে সাফল্য ও ট্রফি এনে দেওয়ার জন্য মুখিয়ে আছি। শুনেছি কলকাতা ফুটবলের শহর। এই ক্লাবের কোটি কোটি সমর্থক। মেরিনার্দের আনন্দ দেওয়া এবং খুশি করাই লক্ষ্য হবে আমার।"
নিঃসন্দেহে হ্যামিলের যোগদান এটিকে মোহনবাগানের শক্তি আরও বাড়াবে। যেহেতু আসন্ন এএফসি কাপে ইন্টার জোনাল সেমি ফাইনালে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের, সেখানে হ্যামিলের অভিজ্ঞতা ও কার্যকারীতা অবশ্যই গুরুত্বপূর্ণ।