ঘাম ও রক্তকে সবুজ-মেরুণে রাঙিয়ে এটিকে-মোহনবাগানে যোগ দিলেন আশুতোষ মেহতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : হোমকামিং! এক অর্থে তাই বলা যায়। আইলিগ জেতানো মোহনবাগানের অন্যতম বড় যোদ্ধা আশুতোষ মেহতা যোগ দিলেন এটিকে-মোহনবাগানে। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে সবুজ-মেরুণ ব্রিগেড।
গত আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে নজরকাড়া পারফর্মেন্স দিয়েছিলেন এই ভারতীয় উইংব্যাক। আর সেই কারণে মরশুম শেষ থেকেই আশুতোষের উপর নজর ছিল এটিকে-মোহনবাগান ম্যানেজমেন্টের। এসসি ইস্টবেঙ্গলও অফার দিলেও এটিকে-মোহনবাগানের প্রস্তাব বেশি পছন্দ হয় আশুতোষ ও তার পরিবারের। যার জেরে গতবারের রানার্স দলের সাথে যোগ দিলেন তিনি।
আর যোগ দিয়েই মোহনবাগানের প্রতি নিজের ভালোবাসা তুলে ধরলেন আশু। নিজের টুইটারে আশুতোষ লিখেছেন, "এই জীবনের সব ঘাম, সব রক্ত সবুজ-মেরুণ। জয় মোহনবাগান।" আসলে ২০১৯ সালে মোহনবাগানের হয়ে খেলার সময়ে মুম্বইয়ের এই ফুটবলার পেয়েছিলেন সমর্থকদের অগাধ ভালোবাসা, বুঝেছিলেন এই রঙের ঐতিহ্য। এটিকের সাথে সংযুক্তিকরণের পর দলে স্থান না পেলেও নিজের অসাধারণ পারফর্মেন্সে আবারও সবুজ-মেরুণেই ফিরলেন আশু।