পুইতিয়া-গ্যালেগো সহ আট নয়া ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনা হল সত্যি। এটিকে মোহনবাগানে সই করলেন উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডেরিকো গ্যালেগো। জনি কাউকোর বদলি হিসেবে ছয় মাসের চুক্তিতে সবুজ-মেরুণে সই করলেন এই অভিজ্ঞ ফুটবলার।
এছাড়া কেরালা ব্লাস্টার্স থেকে ভারতীয় মিডফিল্ডার পুইতিয়াকে সই করানোর কথা সরকারিভাবে ঘোষণা করল এটিকে মোহনবাগান। এই দুই ফুটবলারই জানুয়ারি মাসে যোগ দেবেন এটিকে মোহনবাগান।
তবে শুধু পুইতিয়া ও গ্যালেগো নয়, দলের যুব ব্রিগেডকে শক্তিশালী করতে ছয়জন তরুণ প্রতিভাবান ফুটবলারকে সই করাল এটিকে মোহনবাগান। গোলকিপার সৈয়দ জাইদ, রাইট ব্যাক প্রীতম মিতাই, লেফট ব্যাক আমনদীপ সিংহ, মিডফিল্ডার শিবাজিত সিং, উইঙ্গার টাইসন সিং ও ফরোয়ার্ড সুহাল ভাট।
এই ফুটবলাররা প্রত্যেকেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দল ইন্ডিয়ান অ্যারোজে খেলেন। সদ্য ভারতের অনুর্ধ্ব ২০ এএফসি কাপে খেলেছেন তারা। যদিও এনারা সরাসরি মূল দলে সুযোগ পাবেন না। আইএসএল ডেভেলপমেন্ট লিগ, আইএফএ শিল্ড সহ বেশ কিছু সর্বভারতীয় টুর্নামেন্টে এটিকে মোহনবাগানের হয়ে খেলবেন তারা। তবে ভালো খেললে মূল দলে প্রবেশের আশ্বাস দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো।
এদিকে আগামী ১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান। তার আগে বর্ষবরণের ছুটি কাটাতে বাইরে গিয়েছেন তারা। তবে আগামী ৫ জানুয়ারি থেকে মোহনবাগান মাঠে অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান।