দুই বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে সই করলেন দীপক টাংরি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনার অবসান! এটিকে-মোহনবাগানে সই করলেন তরুণ মিডফিল্ডার দীপক টাংরি। গত মরশুমে চেন্নাইন এফসির হয়ে দুর্দান্ত খেলা এই ফুটবলারকে আনল এটিকে-মোহনবাগান।
মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এটিকে-মোহনবাগান। মোহনবাগান অ্যাকাডেমির এই ছাত্রকে আবারও সবুজ-মেরুণ শিবিরে এনে নিজেদের শক্তিবৃদ্ধি করল গত আইএসএলের রানার্সরা।
মরশুম শেষ হওয়ার পরেই টাংরিকে দলে আনতে আগ্রহী হয়েছিল এটিকে-মোহনবাগান। চেন্নাইন এফসি নতুন করে চুক্তিবৃদ্ধি করার চেষ্টা চালালেও সবুজ-মেরুণের লোভনীয় অফার ফেলতে পারেননি টাংরি। মোহনবাগান অ্যাকাডেমি থেকে বেরিয়ে ইন্ডিয়ান অ্যারোজে খেলেন এই মিডফিল্ডার। আর সেখানে থেকে চেন্নাইন এফসিতে আসেন দীপক।
মিডফিল্ডার হিসেবে পরিচিতি থাকলেও ডিফেন্সেও খেলে দিতে পারেন দীপক। গত মরশুমে এটিকে-মোহনবাগানের বড় চিন্তা ছিল ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে। আর সেই জায়গায় দারুণভাবে ফিট করবেন দীপক টাংরি।