এটিকে মোহনবাগানে নিশ্চিত এই সেন্টার ব্যাক, ফরোয়ার্ডে বড় নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সামনেই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। আর এই পরিস্থিতিতে নতুন বিদেশী নেওয়ার প্রয়াসে রয়েছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যেই হেড কোচ জুয়ান ফেরান্ডো জানিয়েছেন, একজন সেন্টার ব্যাক ও একজন ফরোয়ার্ড নিতে চাইছে তারা।
এবার যা খবর, ফ্লোরেন্তিন পোগবার পরিবর্তে সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। এর আগে আইএসএলে চেন্নাইন এফসির হয়ে খেলেছেন স্লাভকো। সদ্য সার্বিয়ার প্রথম ডিভিশনে খেলেছেন তিনি।
শোনা গিয়েছে, জামসেদপুর এফসির সাথে স্লাভকোকে নেওয়ার লড়াই ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু শেষ অবধি যা খবর, তাতে স্লাভকোকে নেওয়ার ক্ষেত্রে কার্যত নিশ্চিত করে দিয়েছে এটিকে মোহনবাগান।
এদিকে জনি কাউকোর জায়গায় একজন নাম্বার নাইনকে চাইছেন জুয়ান ফেরান্ডো। মূলত গোল করার ক্ষমতা বাড়ানোর জন্য নিজের স্ট্র্যাটেজিতে এই পরিবর্তন আনছেন সবুজ-মেরুণ কোচ।
যা খবর, পাঁচজন বিদেশী ফরোয়ার্ডের নাম ইতিমধ্যেই শর্টলিস্ট করেছেন এটিকে মোহনবাগান। এর মধ্যে রয়েছেন সদ্য বিশ্বকাপ খেলা এক ফরোয়ার্ড। এছাড়া রয়েছেন নাইজেরিয়ার এক হাইপ্রোফাইল স্ট্রাইকার।
কিন্তু শেষ অবধি কাকে নেবে এটিকে মোহনবাগান, এর অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি মাস অবধি।