চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই বিদেশী ফুটবলারকে আনার চেষ্টায় এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রয় কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসকে বিদায় জানিয়েছে এটিকে মোহনবাগান, চোটের জেরে তিরিও বাদ পড়তে চলেছেন। এই পরিস্থিতিতে বিদেশি নির্বাচনে বেশ চিন্তাভাবনা করছে টিম ম্যানেজমেন্ট, তা বলাই যায়।
এবং স্বাভাবিক ভাবেই, একাধিক বিদেশীর নাম ঘুরে বেড়াচ্ছে। গত কয়েক দিন আগে জল্পনা এসেছিল, ইরানের দুই ফুটবলার করিম আনসারিফার্দ ও আশকান দেজাগাকে নিতে চলেছে এটিকে মোহনবাগান।
কিন্তু যা খবর, ইরানীয় নয়, বরং এক অস্ট্রেলীয় ডিফেন্ডারকে এশীয় কোটায় আনতে চলেছে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকে আনার চেষ্টা করছে সবুজ-মেরুণ ব্রিগেড। তিরির পরিবর্ত হিসেবেই নিয়ে আসার প্রচেষ্টা চলছে হ্যামিলকে।
তবে মেলবোর্ন ভিক্টরির এই ফুটবলারকে আনতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে এটিকে মোহনবাগানকে, যেহেতু মেলবোর্নের সাথে ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে। সেক্ষেত্রে দুই কোটির বেশি অর্থ খরচ করতে হতে পারে এটিকে মোহনবাগানকে।
২৯ বছর বয়সী এই ডিফেন্ডার গত বছর মেলবোর্ন ভিক্টরির হয়ে জিতেছেন এফএফএ কাপ। ২০১৪ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে জিতেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। ফলে সাফল্য কাকে বলে, জানেন হ্যামিল। আর এমন সফল ফুটবলারদেরই চাইছে এটিকে মোহনবাগান।