দলের শক্তি বাড়াতে এই দুই ভারতীয় তারকাকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে বেশ ভালো জায়গায় রয়েছে এটিকে মোহনবাগান। কিন্তু গোলের অসংখ্য সুযোগ তৈরি করেও সেগুলির ব্যবহার না করায় কিছু কিছু সময়ে বিপদে পড়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। এই পরিস্থিতিতে আক্রমণ ও মাঝমাঠে জোর বাড়াতে দেশীয় ব্রিগেড শক্তিশালী করতে চলেছে এটিকে মোহনবাগান।
আগামী বছর কেরালা ব্লাস্টার্সের প্রতিভাবান মিডফিল্ডার পুইতিয়াকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। ইতিমধ্যে পুইতিয়াকে চুড়ান্ত করে ফেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড। মরশুম শেষে চুক্তি শেষ হতে চলেছে পুইতিয়ার।
চলতি মরশুমে ডিফেন্সিভ মিডফিল্ড ও সেন্ট্রাল মিডফিল্ডে প্রথম কিছু ম্যাচ খেললেও কেরালার হয়ে শেষ পাঁচ ম্যাচে খেলেননি পুইতিয়া। গত তিন ম্যাচে দলেই ছিলেন না এই মিজো মিডিও। ফলে ধরে নেওয়াই যায়, পুইতিয়াকে রাখছে না কেরালা। এবং যা সম্ভাবনা, তাতে এটিকে মোহনবাগানে সই করতে পারেন পুইতিয়া।
এদিকে যা সম্ভাবনা, তাতে গোটা মরশুম থেকে ছিটকে যেতে চলেছেন তারকা ভারতীয় উইঙ্গার মনবীর সিং। এই পরিস্থিতিতে এবার আক্রমণে জোর বাড়াতে ইশান পন্ডিতাকে আবারও টার্গেট করেছে এটিকে মোহনবাগান। যা খবর, জামসেদপুরের সাথে কথাবার্তা চলছে এটিকে মোহনবাগানের।
শেষ তিন ম্যাচে জামসেদপুরের হয়ে শুরু করেছেন ইশান। ইতিমধ্যেই দুটি গোল করেছেন তিনি। ফলে জামসেদপুর আদৌ জামসেদপুর তাকে ছাড়বে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।