চলতি ইউরোয় খেলা তারকা মিডফিল্ডার জনি কাউকোকে আনতে চলেছে এটিকে-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দুর্দান্ত চমক এটিকে-মোহনবাগানের। ফিনল্যান্ডের তারকা মিডফিল্ডার জনি কাউকোকে আনতে চলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
একাধিক রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই চুড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে দুই পক্ষের মধ্যে। চলতি ইউরোয় খেলা এই ফিনিশ ফুটবলার টুর্নামেন্ট শেষেই যোগ দিতে চলেছেন গতবারের আইএসএলের রানার্স দলে।
চলতি মাসে সুইডেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এসজার্গ থেকে রিলিজ পেয়েছেন কাউকো। মরশুমে ২৪ ম্যাচে আট গোল করেছেন কাউকো। চলতি ইউরোয় দুটি ম্যাচেই ফিনল্যান্ডের হয়ে নেমেছেন কাউকো।
ফিনল্যান্ডের এফসি ইন্টারের অ্যাকাডেমি থেকে উঠে আসা এই খেলোয়াড় খেলেছেন জার্মানির চতুর্থ ডিভিশন ক্লাবে। ফিনল্যান্ডের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন কাউকো। সেন্ট্রাল মিডফিল্ডে খেললেও প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ড ও বাঁদিকেও খেলতে সক্ষম।
ফলে এই খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বড় যোগদান হবে এটিকে-মোহনবাগানের জন্য। আপাতত রয় কৃষ্ণা ও তিরিকে রেখে দিয়েছে তারা। জাভি হার্নান্ডেজকে ছেড়ে দেওয়া ছাড়াও কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস ও এডু গার্সিয়াকে রাখতে চাইছে না সবুজ-মেরুণ শিবির।