চমক! আইএসএল জয়ী মুম্বই সিটির অধিনায়ক অমরিন্দর সিংকে তুলে নিল এটিকে-মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইএসএলে অসাধারণ পারফর্ম করে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই সিটি এফসি। ফাইনালে এটিকে-মোহনবাগানকে হারিয়ে আইএসএল খেতাব জিতেছিল, আবার গ্রুপ লিগে এটিকে-মোহনবাগানকেই হারিয়ে চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করেছিল।
তবে এই দুই বড় হারের দুর্দান্ত বদলাই নিল এটিকে-মোহনবাগান, তা বলাই যায়। আইএসএল জয়ী মুম্বইয়ের অধিনায়ক অমরিন্দর সিংকে দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করিয়েছে এটিকে-মোহনবাগান। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক বেতন পাওয়া ফুটবলারদের একজন হবেন অমরিন্দর।
মরশুম শেষ হওয়ার পরেই জল্পনা চলছিল, অমরিন্দরকে আনতে চলেছে এটিকে-মোহনবাগান। এদিকে মুম্বই সিটি এফসি মহম্মদ নাওয়াজকে আনার পর সেই জল্পনা আরও পরিষ্কার হয়। সোমবার চুক্তির শেষ দিন হওয়ায় অমরিন্দরকে সই করাতে কোনও অসুবিধা হয়নি এটিকে-মোহনবাগানের। আগামী কিছু সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
এই সই নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা একটি ডিল। বর্তমানে আইএসএলের সবথেকে ধনী ক্লাব এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া মুম্বই সিটি এফসির অধিনায়ককে তুলে এটিকে-মোহনবাগান বুঝিয়ে দিল, রিক্রুটিংয়ে দিক থেকে আজও তারা ভারতসেরা।