১৯ বছরের এই বাঙালি সেন্টার ব্যাককে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুধুমাত্র তারকাদের দলে আনাই নয়, ভবিষ্যতের দল তৈরিতেও উদ্যোগী সবুজ-মেরুণ ব্রিগেড। এবার ১৯ বছর বয়সী বাঙালি ডিফেন্ডার রাজ বাসফোরেকে সই করাতে চলেছে এটিকে মোহনবাগান। যা খবর, ইতিমধ্যেই এই খেলোয়াড়ের সাথে দীর্ঘমেয়াদী প্রাক-চুক্তি সেরে ফেলেছে সবুজ-মেরুণ ব্রিগেড।
ইউনাইটেড স্পোর্টসের সাথে এর আগে খেলেছেন রাজ। এছাড়া আইলিগে ইন্ডিয়ান অ্যারোজের হয়ে ১৫টি ম্যাচ খেলেছেন এই সেন্টার ব্যাক। প্রয়োজনে উইংব্যাক হিসেবেও খেলতে সক্ষম রাজ বাসফোরে।
ভারতীয় অনুর্ধ্ব ২০ দলেরও সদস্য রাজ। ২০২২ অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলে ছিলেন তিনি। এবার আইএসএলে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে চলেছেন এই বাঙালি ডিফেন্ডার।