এটিকেকে চ্যাম্পিয়ন করা কোচের উপর ভরসা রাখতে চলেছে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইএসএলে ধারাবাহিকতার অভাব দেখিয়েছে এটিকে মোহনবাগান। তারকাখচিত দল হওয়া সত্ত্বেও লিগ তালিকায় চতুর্থ স্থানে সবুজ-মেরুণ ব্রিগেড। নাম্বার নাইন না নেওয়ার জেদ দেখিয়েছেন জুয়ান ফেরান্ডো, যার কারণে গোলের জন্য হাপিত্যেশ করতে হচ্ছে সবুজ-মেরুণ ব্রিগেডকে।
এই পরিস্থিতিতে জুয়ান ফেরান্ডোর প্রতি অনাস্থা রয়েছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। আইএসএলে ফাইনালে যোগ্যতা অর্জন বা চ্যাম্পিয়ন না হতে পারলে ফেরান্ডোকে হয়ত বিদায় জানিয়ে দেবে সবুজ-মেরুণ ব্রিগেড।
তাহলে ফেরান্ডোর জায়গায় কে আসবেন? এক্ষেত্রে নাম ভেসে আসছে এটিকেকে চ্যাম্পিয়ন করা আন্তোনিও হাবাস লোপেজ ও জোসে মোলিনার। এই দুই কোচের মধ্যে একজনের সম্ভাবনা রয়েছে এটিকে মোহনবাগানের কোচ হওয়ার।
তবে যেহেতু এটিকে মোহনবাগানে এর আগে হাবাস কোচিং করিয়েছেন, ফলে হাবাসের ফিরে আসাটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে মোলিনার আসাটা অসম্ভব কিছু নয়। তবে সুপার কাপের আগে আপাতত কোচ বদল করবে না এটিকে মোহনবাগান, এমনটাই বলা যায়।