ডিফেন্সের সমস্যা মেটাতে তারকা ডিফেন্ডারের খোঁজে এটিকে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য এএফসি কাপে হতাশাজনক হারে ছিটকে যায় এটিকে মোহনবাগান। দলের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান পাড়ি দিয়েছেন ইউরোপে, স্প্যানিশ ডিফেন্ডার তিরিও যোগ দেননি দলের সাথে। এই পরিস্থিতিতে রক্ষণে ভরসার অভাব রয়েছে সবুজ-মেরুণ ব্রিগেডে।
নাসাফের বিরুদ্ধে ছয় গোল হজম করার পর টিম ম্যানেজমেন্ট বুঝে গিয়েছে, সন্দেশ ঝিঙ্গানের পরিবর্ত খোঁজা প্রয়োজন। এই পরিস্থিতিতে এবার আন্তোনিও হাবাসের সাথে কথা বলে নয়া ভারতীয় ডিফেন্ডারের সন্ধান করছে এটিকে মোহনবাগান।
তবে এখনই তারকা ডিফেন্ডার পাওয়া সম্ভব নয় এটিকে মোহনবাগানের জন্য। ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যাওয়ায় ফ্রি এজেন্ট ছাড়া কাউকে নিতে পারবে না সবুজ-মেরুণ ব্রিগেড। ফলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো অবধি অপেক্ষা করতে হবে এটিকে মোহনবাগানকে।