ইউরো ২০২০ নিয়ে জল্পনামূলক পোস্ট এটিকে-মোহনবাগানের, তবে কি আসছে মার্কি সাইনিং?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলছে ইউরো ২০২০, আর সে দিকেই নজর গোটা ফুটবল বিশ্বের। নজর রাখছে বিশ্বের একাধিক ক্লাব, যারা এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে নিচ্ছে। এই পরিস্থিতিতে হঠাতই বেশ জল্পনামূলক পোস্ট করে বসল এটিকে-মোহনবাগান।
সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এটিকে-মোহনবাগান একটি পোস্ট শেয়ার করেছে, যেখানে তারা সমর্থকদের উদ্দেশ্যে বলছে যে তারা চলতি ইউরোতে প্রতিভার খোঁজ করছেন কিনা। আর এই পোস্ট দেখে জল্পনা বেড়েছে ভারতীয় ফুটবলমহলে। তবে কি ইউরো ২০২০ খেলা কোনও তারকাকে এনে চমক দেখাতে চলেছে এটিকে-মোহনবাগান?
সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। গত মরশুম থেকে মার্কি খেলোয়াড় আনার ক্ষেত্রে তোড়জোড় শুরু করেছে এটিকে-মোহনবাগান। আর এবার যেহেতু বিদেশীদের সংখ্যা কম, ফলে হাইপ্রোফাইল বিদেশী আনার দিকেই নজর রাখবে এটিকে-মোহনবাগান। যেহেতু মার্কি সাইনিং, ফলে ১৬ কোটি টাকার স্যালারি ক্যাপ আসছে না সমীকরণে।
ক্লাবের অন্দর থেকে খবর এসেছে, পূর্ব ইউরোপ সহ ছোট দেশগুলির ফুটবলারকে নজরে রাখছে এটিকে-মোহনবাগান। ইউক্রেন, হাঙ্গেরি, ওয়েলস, স্লোভাকিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, ফিনল্যান্ডের মত দেশগুলির ফুটবলারে নজর রাখছে সবুজ-মেরুণ শিবির। জানা গিয়েছে, এই দেশের অধিকাংশ ফুটবলারের বেতন সাধ্যের মধ্যেই রয়েছে, যা বর্তমানে আইএসএল খেলা বিদেশীদের সমানই বলা যায়।
এদিকে ডিফেন্স একেবারে তারকাসমৃদ্ধ থাকায় জল্পনা, কোনও মিডফিল্ডারকে কিংবা ডেভিড উইলিয়ামসের পরিবর্ত হিসেবে কোনও ফরোয়ার্ডকে আনতে পারে এটিকে-মোহনবাগান। এখন দেখা যাক, খেলাটি কতদুর গড়িয়ে নিয়ে যায় সবুজ-মেরুণ ব্রিগেড।