কার্যত বাধ্য হয়েই হুগো বৌমোসকে নিয়েছে এটিকে-মোহনবাগান? এই তারকা ছিলেন প্রথম পছন্দ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে রেকর্ড ট্রান্সফার ফিতে এটিকে-মোহনবাগান সই করিয়েছেন তারকা মিডফিল্ডার হুগো বৌমোসকে। ফরাসি এই ফুটবলারকে পাঁচ বছরের চুক্তিতে নিয়েছে গতবারের রানার্সরা। আর এই সাইনিং নিয়ে বেশ খুশি সমর্থকরা।
কিন্তু হুগো বৌমোস ছিলেন না প্রথম পছন্দ। বরং এই খেলোয়াড় না আসার জেরে কার্যত বাধ্য হয়েই হুগোকে নিতে হয়েছে। আর এর জেরে প্রশ্ন উঠবে, হুগোর থেকে ভালো কোন ফুটবলারকে টার্গেট করেছিল এটিকে-মোহনবাগান?
আর এর উত্তর হল, ইভান ট্রিকভস্কি। উত্তর ম্যাসিডোনিয়ার হয়ে ইউরো ২০২০ খেলা এই ফুটবলারের সাথে বেশ কিছুদিন কথাবার্তা হয়েছিল সবুজ-মেরুণ ব্রিগেডের। কিন্তু ক্লাবের তরফ থেকে জানা গিয়েছে, অতিরিক্ত বেতন ও ট্রান্সফার ফিয়ের জেরে কথা আর বেশি এগোয়নি ট্রিকোভস্কির সাথে।
এটিকে-মোহনবাগানের তরফ থেকে জানা গিয়েছে, উত্তর ম্যাসেডোনিয়ার এই সুপারস্টারকে পেতে ছয় কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হত, আর তার পর বেতন হিসেবে আড়াই কোটি টাকা প্রতি মরশুমে চেয়েছিলেন এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ খেলা এই ফুটবলারের এখনও সাইপ্রাসের প্রথম ডিভিশনের ক্লাব এইকে লারনাকার সাথে এক বছরের চুক্তি রয়েছে। যার জেরে ট্রান্সফার ফি দিতেই হত এটিকে-মোহনবাগান।
সবুজ-মেরুণ শিবিরের তরফ থেকে খবর, দরাদরির পথে কোনওভাবেই হাঁটতে চায়নি লারনাকা ও ট্রিকোভস্কি। যার জেরে তার এক-তৃতীয়াংশ ট্রান্সফার ফিতে অনেক কম বয়সী এবং ভারতে সাফল্যের সাথে খেলা হুগো বৌমোসকে পেল এটিকে-মোহনবাগান।