আদৌ কি এটিকে-মোহনবাগান ছাড়ছেন? বিশেষ বার্তায় বুঝিয়ে দিলেন প্রবীর দাস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষে দলবদলের বাজারের অন্যতম বড় টপিক হিসেবে উঠে এসেছেন এটিকে-মোহনবাগানের তারকা উইংব্যাক প্রবীর দাস। এফসি গোয়া, জামসেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি উদ্যোগী এই বাঙালি ফুটবলারকে নিতে, যদিও ২০২৩ সাল অবধি চুক্তি রয়েছে এটিকে-মোহনবাগানের সাথে।
এই অবস্থায় বড় প্রশ্ন হল, সত্যিই কি এটিকে-মোহনবাগান ছাড়বেন প্রবীর? সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন এই ডিফেন্ডার। শনিবার নিজের ফেসবুকে একটি ছবি ছাড়েন প্রবীর, যেখানে তাকে এটিকে-মোহনবাগানের জার্সি পড়ে শরীরচর্চা করতে দেখা যায় এবং সমর্থকদের উদ্দেশ্যে থাম্বস আপ চিহ্ন দেখান।
ছবির ক্যাপশনে তিনি ইংরেজিতে লিখেছেন যে পরিবারের সাথে সময় কাটানোর পর তিনি আবারও অনুশীলনে ফিরেছেন এবং এএফসি কাপের জন্য মুখিয়ে রয়েছেন। এই নিয়ে প্রবীর লিখেছেন, “বিশ্রাম এবং বন্ধু ও পরিবারের সাথে সাবধানে ভালো সময় কাটানোর পর, খুব আনন্দ হচ্ছে অনুশীলনে ফিরতে পেরে। মুখিয়ে রয়েছি ছেলেদের সাথে দ্রুত দেখা করতে এবং পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়ার জন্য তৈরি হচ্ছি। এএফসি, আমরা আসছি। জয় মোহনবাগান।“
এদিকে মুম্বই সিটি এফসি এক কোটি টাকা ট্রান্সফার ফি দিতে চাইলেও এটিকে-মোহনবাগান পুরো ট্রান্সফার ফি এর অফারের কথাই শুনতে চায়, যা প্রায় দেড় কোটি টাকার বেশি। খুব কম সম্ভাবনা রয়েছে প্রবীরকে এত বেশি টাকায় কোনও দল কিনবে বলে।