সময় শেষ ফেরান্দোর? সবুজ মেরুনে কি আসছেন এই তারকা কোচ?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি মরশুমে এটিকে মোহনবাগানে জুয়ান ফেরান্দোর প্রশিক্ষণ নিয়ে মোটেই খুশি নন সবুজ-মেরুন সদস্য সমর্থকেরা। দেশের সেরা-সেরা ফুটবলার থেকে শুরু করে ভাল মানের বিদেশি! সব কিছু পাওয়ার পরেও সেরা ফলাফল আনতে ব্যর্থ জুয়ান। আর তাতেই মরশুম শেষের আগে উঠতে শুরু করেছে কোচ পরিবর্তনের দাবি। খবর অনুযায়ী, খুশি নন সবুজ-মেরুণ কর্মকর্তারাও। তাই এটিকে মোহনবাগানের কোচিং সিটে পরিবর্তন আশার সম্ভাবনা তৈরী হয়েছে প্রবল।
নাম প্রকাশে অনিচ্ছুক সবুজ-মেরুন এক কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, এটিকে মোহনবাগান বোর্ড কথা বলছে প্রাক্তন এফসি গোয়া ও প্রাক্তন মুম্বাই সিটি এফসি কোচ সার্জিও লোবেরার সাথে। আইএসএলে অন্যতম সফল এবং তারকা কোচের নাম হল লোবেরা। তিনি এলে, দল ভাল খেলবে এমনটাই আশা করছেন এটিকে মোহনবাগান কর্মকর্তারা। অন্যদিকে জুয়ানের হতাশা জনক ফলাফলেই এই পরিস্থিতি সৃষ্টির কারণ বলে জানা যায়।
তবে শেষ খবর অনুযায়ী, সুপার কাপ পর্যন্ত সময় দেওয়া হবে ফেরান্দোকে। সুপার কাপে তাঁর প্রশিক্ষণে এটিকে মোহনবাগান দলের খেলা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এটিকে মোহনবাগান কর্মকর্তারা।