আপুইয়া নাকি ফাল্গুনী সিং? এই বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছে এটিকে-মোহনবাগান ও মুম্বই সিটি এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মাসে জোর গুঞ্জন উঠেছিল, ট্রাউ এফসির অধিনায়ক ফাল্গুনী সিংকে আনতে চলেছে এটিকে-মোহনবাগান। ঘোষণা কেবল অপেক্ষার বিষয় ছিল। কিন্তু বেশ কিছু সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অবধি সইয়ের পথে এগোয়নি সবুজ-মেরুণ ব্রিগেড। আর এর জেরে বড় প্রশ্ন, তবে কি নতুন কোনও স্ট্র্যাটেজি আনতে চলেছে এটিকে-মোহনবাগান।
ইতিমধ্যেই জনি কাউকো ও হুগো বৌমোসকে এনে এটিকে-মোহনবাগান বুঝিয়ে দিয়েছে, দলগঠনের ক্ষেত্রে সেরা অপশনকেই বেছে নেবে তারা। আর সেক্ষেত্রে নর্থইস্ট ইউনাইটেডের তারকা মিডফিল্ডার আপুইয়াকে পেতে মরিয়া হয়ে উঠেছে এটিকে-মোহনবাগান। সম্ভাবনা জোরালো, ২.১ কোটি টাকার রেকর্ড ট্রান্সফার ফি দিতেও রাজি মেরিনার্সরা।
তবে আপুইয়াকে নিতে মরিয়া মুম্বই সিটি এফসিও। মুম্বইও ২.১ কোটি টাকার প্রস্তাব রেখেছে আপুইয়ার কাছে। আর সেই কারণে ব্যাকআপ হিসেবে ফাল্গুনীকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এটিকে-মোহনবাগান। এখন শোনা গিয়েছে, ফাল্গুনী সিংকে পেতে আগ্রহী মুম্বই সিটি এফসিও।
আর এর জেরে স্পষ্ট, যে দল আপুইয়াকে পাবে, অন্য দল তখনই নিয়ে নেবে ফাল্গুনী সিংকে। আর এই বিশেষ স্ট্র্যাটেজিতেই খেলছে গত আইএসএলের দুই ফাইনালিস্ট। আপুইয়ার ব্যাকআপ হিসেবে বিবেচিত করা হয়েছে ফাল্গুনীকে। আর সেই কারণে প্রাথমিক আগ্রহ আপুইয়ার উপরে থাকলেও ফাল্গুনীকে হোল্ডে রাখছে দুই ফ্র্যাঞ্চাইজিই।