ভিনিত রাইকে পেতে বড় প্রস্তাব দিল এটিকে মোহনবাগান, এই খেলোয়াড়কে ছাড়ার ভাবনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওড়িশা এফসির তারকা মিডফিল্ডার ভিনিত রাইকে গত বছর থেকে টার্গেট করে রয়েছে এটিকে মোহনবাগান। এবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজেদের পুরোনো টার্গেটকে পেতে বড় অফার দিল সবুজ-মেরুণ ব্রিগেড।
জানা গিয়েছে, ভিনিত রাইয়ের জন্য ৬৫ লক্ষ টাকার বড় চুক্তি অফার করেছে এটিকে মোহনবাগান। এদিকে ভিনিতকে পেতে ৬৫ লক্ষ টাকার সাথে দীপক টাংরিকে সোয়াপ ডিলে দেওয়ার ভাবনা রয়েছে এটিকে মোহনবাগানের।
এই মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে অধিকাংশ ম্যাচ শুরু করলেও সেভাবে নজর কাড়তে পারেননি দীপক টাংরি। আর এর জেরে দীপককে ছাড়ার পরিকল্পনা করছে সবুজ-মেরুণ ব্রিগেড। আর তার জায়গায় সেন্ট্রাল মিডফিল্ড ও ডিফেন্স মিডফিল্ডে খেলতে সক্ষম ভিনিতকে পেতে চায় এটিকে মোহনবাগান।
তবে ২০২৩ অবধি চুক্তিবদ্ধ দলের অধিনায়ক ভিনিতকে এই অর্থে ছাড়বে কিনা ওড়িশা, সে নিয়ে জল্পনা চলছে। চলতি আইএসএলে আটটি ম্যাচে খেলেছেন ভিনিত। তবে একটিও গোল বা অ্যাসিস্ট না থাকলেও ওড়িশার মাঝমাঠে বড় ভূমিকা রেখেছেন ভিনিত।