কলকাতার দুই প্রধান ও চেন্নাইন আগ্রহী হলেও আশুতোষকে রাখতে চাইছে নর্থইস্ট ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দারুণ ফুটবল খেলেছেন উইংব্যাক আশুতোষ মেহতা। মোহনবাগানের হয়ে আইলিগ জেতার পর এটিকে-মোহনবাগান রাখতে চায়নি আশুতোষকে। কিন্তু নর্থইস্টের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের জেরে এই উইংব্যাককে পেতে চাইছে সবুজ-মেরুণ শিবির।
একইসাথে আগ্রহ দেখিয়েছে এসসি ইস্টবেঙ্গলও। শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই অফার করেছে আশুতোষকে। এদিকে অফার দিয়েছে চেন্নাইন এফসিও। আগামী ৩১ মে অবধি নর্থইস্টের সাথে চুক্তি রয়েছে আশুতোষের। ফলে এখন প্রশ্ন হচ্ছে, কোন দলকে বাছবে আশুতোষকে?
জানা গিয়েছে, নর্থইস্ট ইউনাইটেড মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে আশুতোষকে রাখার জন্য। এই নিয়ে কোচ খালিদ জামিল আলাদা করে কথা বলছেন আশুতোষের সাথে। এদিকে নর্থইস্টের তরফ থেকে বেশি বেতন চাইছেন মুম্বইয়ের এই ফুটবলার, সেই সংক্রান্ত বিষয়ে আপাতত নর্থইস্ট কিছুটা দরাদরি করছে।
এদিকে চেন্নাইন এফসির তুলনায় এটিকে-মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল দুজনেই বেশ মোটা বেতনের অফার দিয়েছে আশুতোষকে। সদ্য সমাপ্ত আইএসএলে ১৮টি ম্যাচ খেলেন আশুতোষ, নর্থইস্টের হয়ে একটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি।