পাঁচ বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে সই করলেন আশিক কুরুনিয়ন ও আশিস রাই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ অবধি শিলমোহর পড়ল। জাতীয় দলের দুই তারকা ফুটবলার আশিক কুরুনিয়ন ও আশিস রাইকে পাঁচ বছরের চুক্তিতে সই করল এটিকে মোহনবাগান।
সোমবার হায়দ্রাবাদ এফসি ও বেঙ্গালুরু এফসির নিজেদের দুই তারকার বিদায়ের কথা ঘোষণা করে। এবং তারপর নিশ্চিত ছিল এই দুই তারকার সবুজ-মেরুণ শিবিরে যোগ দেওয়ার। সই করার পর আশিক ও আশিস দুজনেই ঐতিহ্যশালী মোহনবাগান তাঁবু, মাঠ ও সদ্য নির্মিত জিম দেখে গিয়েছেন।
এটিকে মোহনবাগান সই করে আপ্লুত আশিক বলেছেন, "ইউরোপে জুনিয়র স্তরে খেলার অভিজ্ঞত আছে আমার, কলকাতার পরিকাঠামোও দেখলাম দারুণ। যে কোনও ফুটবলারের স্বপ্ন থাকে কলকাতায় খেলার। আর এটিকে মোহনবাগান তো দেশের সেরা ফুটবল ক্লাব। ফেরান্ডোর মত সফল কোচ রয়েছেন পরামর্শ দেওয়ার জন্য।"
এরপর আশিক কলকাতার সমর্থকদের আমেজ নিয়ে বলেছেন, "তা ছাড়া কয়েক দিন আগে যুবভারতীতে দেশের হয়ে খেলতে নেমে দেখলাম ফুটবল নিয়ে এখানকার মানুষের আবেগ, আগ্রহ। স্টেডিয়ামেও দেখলাম জাতীয় পতাকার সাথে সবুজ মেরুণ পতাকা রয়েছে অনেক। আমার লক্ষ্য হবে কোটি কোটি সবুজ মেরুণ সমর্থককে খুশি করা। দলকে এএফসি কাপ, ডুরান্ড কাপ ও আইএসএলে চ্যাম্পিয়ন করা। কবে সবুজ মেরুণ জার্সি পরে মাঠে নামব তার জন্য অপেক্ষা করছি।"
এদিকে আশিস রাই এটিকে মোহনবাগানে যোগ দিয়ে বলেছেন, "আমার বহুদিনের স্বপ্ন ছিল কলকাতায় খেলার। প্রস্তাব পাওয়ার সাথে সাথে তাই রাজি হয়ে গিয়েছি। সবুজ মেরুণ জার্সির একটা বিশাল ঐতিহ্য রয়েছে। সেখানে খেলব ভেবেই উত্তেজনা অনুভব করছি। কোচ ফেরান্ডোর আক্রমণাত্মক ফুটবল আমার দারুণ লাগে। সেই কোচের তত্ত্বাবধানে দেশের সেরা ক্লাবের হয়ে খেলার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছি। নিজে না খেললেও যুবভারতীতে জাতীয় দলের ম্যাচ দেখতে গিয়ে পরিবেশ দেখে বুঝলাম কলকাতা সত্যিই ফুটবলের শহর। নিজের সেরাটা দিয়ে ক্লাবকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য আমার।"