প্রতিভাধর ফুটবলারদের তুলে আনার লক্ষ্যে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবল ইতিহাসের কিংবদন্তী কোচেদের একজন হলেন আর্সেন ওয়েঙ্গার। আর্সেনালের প্রাক্তন কোচ বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্টের শীর্ষপদে রয়েছেন। এবার ভারতবর্ষ থেকে প্রতিভাধর ফুটবলারদের অন্বেষণে দেশে আসতে চলেছেন ওয়েঙ্গার।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের স্কাউটিং বিভাগ ও প্রতিভা অন্বেষণে সাহায্য করতে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার। এর আগে একাধিকবার এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে ও সচিব শাজি প্রভাকরণ আর্সেন ওয়েঙ্গারকে আনার চেষ্টা করেছিলেন।
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কল্যাণ চৌবে বলেছেন, "উনি আগামী দিনে ভারতে আসবেন। তিনি এখানে থাকবেন না, কিন্তু তিনি আমাদের অনুপ্রাণিত করবেন তার উপস্থিতির মাধ্যমে। উনি একটি দলকে নেতৃত্ব দেবেন, যা ফিফা কিংবা আমাদের পরামর্শে গঠন করা হবে। যেখানে ভারতীয় কিংবা বিদেশী স্কাউটদের নিয়োগ করা হবে, আর তারা আর্সেনের গাইডলাইন মেনে চলবে।"
কিংবদন্তী এই কোচ বর্তমানে ফিফার ট্যালেন্ট ডেভেলপমেন্ট স্কিমকে পরিচালনা করছেন। এই স্কিমের লক্ষ্য হল, সমস্ত সদস্য দেশগুলিকে সাহায্য করা যাতে সেখানকার প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয় গড়ে তোলার। এক্ষেত্রে ওয়েঙ্গারের পরিকল্পনা রয়েছে গোটা বিশ্বজুড়ে এই কাজ করার, যার মধ্যে রয়েছে ভারতও।
ফিফার এই টিডিএস মূলত প্রতিটি সদস্য দেশে অ্যাকাডেমির পিছনে অর্থ ঢালবে। এই স্কিমের লক্ষ্য, আগামী ২০২৬ সালের মধ্যে প্রতিটি সদস্য দেশে অন্তত একটি অ্যাকাডেমি বা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করার। পাশাপাশি জাতীয় দল, প্রতিভা অন্বেষণ, ভালো মানের প্রশিক্ষক ও সঠিক প্রক্রিয়ার প্রতিযোগিতা তৈরিরও কাজ করবে আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বাধীন এই টিডিএস।