শেষ মুহুর্তে ম্যাজিক ইস্টবেঙ্গলের! লাল-হলুদেই সই করলেন অরিন্দম ভট্টাচার্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শেষ মুহুর্তে বাজিমাত এসসি ইস্টবেঙ্গলের। সম্ভবত বিগত কয়েক মরশুমের সেরা ট্রান্সফার কাহিনী লিখল স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল। গত মরশুমের সেরা গোলকিপার অরিন্দম ভট্টাচার্যকে সই করল এসসি ইস্টবেঙ্গল।
সোমবার এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে ঘোষণা করা হয়, লাল-হলুদে যোগ দিতে চলেছেন অরিন্দম। এছাড়া ভিডিও বার্তায় অরিন্দম জানান, লাল-হলুদের সমর্থকদের আবদার ও দাদু-বাবা ইস্টবেঙ্গলের সমর্থক হওয়ায় এই সিদ্ধান্ত নিতে দেরি করেননি অরিন্দম।
রবিবার রাতে দিল্লি থেকে ফেরার পর এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন অরিন্দম। আর এই নিয়ে সোমবার আলোচনায় বসে দুপক্ষ। জানা গিয়েছে, এসসি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ দলগঠনের বিষয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছে অরিন্দমকে। এছাড়া অর্থের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। আর এর জেরে ইস্টবেঙ্গলেই সই করলেন অরিন্দম।
যদি ইস্টবেঙ্গল এই শেষ মুহুর্তের হাইজ্যাক না করত, তাহলে মুম্বই সিটি এফসিই হত অরিন্দমের আগামী গন্তব্য। কিন্তু কেরালা ও মুম্বইকে বুড়ো আঙুল দেখিয়ে অরিন্দমকে তুলে নিল এসসি ইস্টবেঙ্গল।