অমরিন্দরের পরিবর্তে এটিকে মোহনবাগান থেকে মুম্বই সিটি এফসিতে যাচ্ছেন অরিন্দম ভট্টাচার্য

এক্সট্রা টাইম এক্সক্লুসিভ, সাইফ : কেরালা ব্লাস্টার্স নাকি এসসি ইস্টবেঙ্গল, কোন ক্লাবে যাচ্ছেন অরিন্দম ভট্টাচার্য, এই নিয়ে জল্পনা ছিলই। কিন্তু শেষ মুহুর্তে কার্যত হাইজ্যাক করে গতবারের সেরা গোলকিপারকে তুলে নিতে চলেছে মুম্বই সিটি এফসি।
জানা গিয়েছে, একেবারে শেষ মুহুর্তে মুম্বই সিটি এফসির লোভনীয় অফার এসেছে অরিন্দমের কাছে। এসসি ইস্টবেঙ্গলের মত বিপুল অর্থ না দিলেও বেশ লোভনীয়, এদিকে দীর্ঘমেয়াদি চুক্তিও বটে। এছাড়া মুম্বইয়ের দলটিও বেশ ভালো, এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ রয়েছে। ফলে জোর সম্ভাবনা, মুম্বইতেই যেতে চলেছেন অরিন্দম।
আর এর ফলে অরিন্দমের কাছে স্পষ্ট, কোন ক্লাবে যাবেন তিনি। রবিবার একটি পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন, সোমবার বিকেল চারটের সময় ঘোষণা করবেন, তিনি কোন ক্লাবে যাচ্ছেন।