এটিকে মোহনবাগান ছাড়লেন অরিন্দম ভট্টাচার্য, তবে কোথায় যাচ্ছেন তিনি? জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে সিদ্ধান্তটি নিয়েই ফেললেন অরিন্দম। এটিকে মোহনবাগানে অমরিন্দর সিংয়ের আগমণের পর স্পষ্টই ছিল, বেঞ্চে অধিকাংশ সময়েই কাটাতে হবে বাঙালি গোলকিপারকে। আর শেষ অবধি সিদ্ধান্তটা নিয়েই নিলেন অরিন্দম।
নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের সাথে নিজের বিদায়ের কথা ঘোষণা করেন অরিন্দম। তিনি জানান, নয়া চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত। কোচ আন্তোনিও লোপেজ হাবাস সহ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানান অরিন্দম।
এদিকে গুঞ্জন উঠেছে, এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন অরিন্দম। তবে সূত্র মারফত খবর, এখনও অবধি কোনও সিদ্ধান্ত নেননি অরিন্দম। বেশ কিছু ক্লাবের অফার এসেছে, তবে অরিন্দম চাইছেন দীর্ঘমেয়াদি চুক্তি। ফলে দুই বছর বা তার বেশি সময়ের চুক্তিতে সই করতে চান গত বছরের সেরা গোলকিপার।