এটিকে-মোহনবাগান ছাড়ছেন না অরিন্দম ভট্টাচার্য, ভুয়ো খবর না ছড়ানোর বার্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি দলবদলের বাজারে দারুণ চমক এনেছে এটিকে-মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির তারকা গোলকিপার ও অধিনায়ক অমরিন্দর সিংকে পাঁচ বছরের চুক্তিতে সই করিয়েছে সবুজ-মেরুণ শিবির।
কিন্তু এর জেরে জল্পনা বেড়েছিল, প্রধান গোলকিপার হিসেবে নিজের জায়গা হারাতে পারেন, এমন আশঙ্কায় অন্য ক্লাবে যেতে পারেন অরিন্দম ভট্টাচার্য। কিন্তু বাংলার এই দুর্দান্ত গোলকিপার আশ্বাস দিলেন, এটিকে-মোহনবাগান তিনি ছাড়ছেন না এবং অন্য ক্লাবে যাওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো।
এই নিয়ে নিজের ফেসবুক পোস্টে মেরিনার্সদের আশ্বস্ত করে অরিন্দম জানিয়েছেন, এখনও এক বছরের চুক্তি রয়েছে এটিকে-মোহনবাগানের সাথে, এবং সেই চুক্তি মেনে থেকে যাবেন তিনি। এছাড়া এই ধরণের ভুয়ো খবর থেকে দূরে থাকার বার্তাও দেন অরিন্দম।
গত আইএসএলে অসাধারণ পারফর্ম করেছিলেন অরিন্দম। জিতেছিলেন গোল্ডেন গ্লাভস পুরস্কার। সদ্য করোনায় নিজের মাকে হারানোর পর থেকে সমাজের কাজে নেমেছেন অরিন্দম। করোনায় ব্যতিব্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন এই তারকা গোলকিপার।