হায়দ্রাবাদ এফসি ছাড়লেন আরিদানে সান্তানা, যোগ দিলেন এই স্প্যানিশ ক্লাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল আরিদানে সান্তানা ও হায়দ্রাবাদ এফসির মধ্যে। হায়দ্রাবাদ চুক্তিবৃদ্ধিতে আগ্রহী থাকলেও আরিদানে ক্লাব ছাড়তে চেয়েছিলেন। আর এবার হায়দ্রাবাদ ছেড়ে ফিরে গেলেন নিজের দেশ স্পেনে। স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব ইউডি লোগ্রোনেস ক্লাবে এক বছরের চুক্তিতে যোগ দেন আরিদানে।
গত মরশুমে হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন ৩৪ বছর বয়সী আরিদানে। ১৪ ম্যাচে ১০টি গোল করেন আইএসএলে। একাধিক ক্লাব আরিদানেকে পেতে আগ্রহী ছিল। কিন্তু শেষ অবধি নিজের দেশেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আরিদানে।
এর আগে ওড়িশা এফসিতে নয় গোল করেছেন আরিদানে। দুই মরশুম মিলিয়ে ভারতের মাটিতে ১৯ গোল অত্যন্ত ভালো রেকর্ড যে কোনও নতুন বিদেশী ফরোয়ার্ডের জন্য। আরসি ডেপোর্টিভো, রিয়াল জারাগোজা, সিডি লেগানেস, আলবাসেটের মত একাধিক স্প্যানিশ ক্লাবে খেলেছেন আরিদানে সান্তানা।