লাল-হলুদের টার্গেট হিসেবে চর্চিত আরিদানে সান্তানাকে পেতে মরিয়া চেন্নাইন এফসি

সব্যসাচী ঘোষ : আইএসএল এখনও চললেও এসসি ইস্টবেঙ্গলের মরশুম আপাতত শেষ হয়ে গিয়েছে। আর এর ফলে আগামী মরশুমে কি আগের ভুল শুধরে শক্তিশালী দল নামাতে পারবে এসসি ইস্টবেঙ্গল? এই নিয়ে সমর্থকদের মনে বড়সড় দানা বেঁধেছে। ইতিমধ্যেই বেশ কিছু গুঞ্জন তৈরি হয়েছে যে এসসি ইস্টবেঙ্গল এই খেলোয়াড়দের নিতে পারে, আর তাদের মধ্যে অন্যতম নাম স্প্যানিশ স্ট্রাইকার আরিদানে সান্তানা।
একাধিক জায়গা থেকে খবর আসছে, হায়দ্রাবাদ এফসি থেকে রিলিজ নিতে চাওয়া আরিদানে সান্তানাকে অফার দিয়েছে এসসি ইস্টবেঙ্গল। যদিও এই বিষয়ে তেমন কোনও সত্যতা মেলেনি। তবুও যা রটে তার কিছু তো ঘটে। ফলে সেই অনুমান যদি সত্যি হয় তাহলে লাল-হলুদ সমর্থকদের জন্য খারাপ খবর রয়েছে।
জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ছাড়াও আরও তিনটি ক্লাব আরিদানে সান্তানাকে নিতে আগ্রহী। আর এই তিন ক্লাবের একটি হল চেন্নাইন এফসি। ভালো একটি স্ট্রাইকারের অভাব ভুগেছে চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি। ফলে আরিদানের মত পরিশ্রমী গোলস্কোরারকে পেতে চাইবে চেন্নাইন এফসি।
তবে এখনও সরকারিভাবে হায়দ্রাবাদ থেকে রিলিজ পাননি আরিদানে। ক্লাবকর্তারা স্প্যানিশ স্ট্রাইকারের সাথে কথা চালিয়ে যাচ্ছেন। মরশুম শেষে চুক্তি শেষ হওয়ার কথা আরিদানের, আর এখনও অবধি নয়া চুক্তিপত্রে সই করেননি তিনি। ফলে এই ধরণের গুঞ্জন আরও বাড়বে বই কমবে না।