সবুজ-মেরুন ক্লাবের জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে আসছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: গঙ্গাপাড়ের ঐতিহাসিক মোহনবাগান ক্লাব বহু ইতিহাসের সাক্ষী। স্বাধীনতা সংগ্রাম হোক কিংবা খালি পায়ে ব্রিটিশদের হারানো। এর আগে ঐতিহাসিক মোহনবাগান ক্লাবে পা রেখেছেন কিংবদন্তি পেলে, দিয়েগো মারাদোনার মতো বিশ্বজয়ীরা। ফুটবলের মক্কা দেখেছে লিওনেল মেসি, কাফু'র মতো বিশ্বজয়ীদের। এবার মোহনবাগানের জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে আসছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
মার্টিনেজ যে ভারতে আসবেন তা নিয়ে জল্পনা অনেক আগে থেকেই শুরু হয়েছিল। কয়েক মাস ধরে মার্টিনেজকে আনার বিষয়ে কথাবার্তা বলেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত।বার্সেলোনায় গিয়ে মার্টিনেজের টিমের সঙ্গে আলোচনাও করেন তিনি। তার পরই তারকা গোলকিপারের ভারত সফরের কথা ঘোষণা করেন তিনি। আগামী ৪ঠা জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন এমিলিয়ানো। মোহনবাগান ক্লাবের তরফে সোমবার রাতে বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে।
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, "সদস্য-সমর্থকদের জানানো হচ্ছে, ৪ঠা জুলাই ক্লাবে আসবেন ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।"
মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন তিনি। এর বাইরেও তাঁর আরও কিছু কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা হতে পারে মার্টিনেজের। মোহনবাগান মাঠে থাকতে পারেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও।