বড় চুক্তিতে মোহনবাগানে আনোয়ার!

সব্যসাচী ঘোষঃ ভারতীয় ফুটবলে মরশুম শেষ। শুরু হিয়ে গেছে দল বদলের লড়াই। আর এই লড়াইয়ে সর্বদা এগিয়ে থাকা মোহনবাগান আরও একবার টেক্কা দিল ভারতের অন্যান্য ক্লাবগুলিকে।
তিন মাস আগেই এক্সট্রা টাইম বাংলার তরফে জানানো হয়েছিল যে দেশের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি আসতে চলেছেন মোহনবাগানে। এবার সেই ডিলই একপ্রকার চূড়ান্ত হয়ে গেল সবুজ মেরুন ব্রিগেডের পক্ষে।
বিশেষ সূত্রের খবর অনুযায়ী, ৫ বছরের চুক্তিতে মোহনবাগানে আসতে চলেছেন আনোয়ার। চুক্তির অর্থের পরিমাণ জানলে চমকে যাবেন ভারতীয় ফুটবল ভক্তরা।
খবর অনুযায়ী, আনোয়ারের সাথে ১০ থেকে ১২ কোটি টাকার চুক্তি সম্পন্ন করতে চলেছে মোহনবাগান। তবে আনোয়ার আলির মতো ভবিষ্যতের তারকা দলে এলে কাকে বসাবেন কোচ জুয়ান ফেরান্দো? সেই উত্তরের অপেক্ষাতেই এবার দিন গুনতে হবে মোহনবাগান সমর্থকদের।