ডার্বির হতাশা ভুলিয়ে এএফসি কাপে সমর্থকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর আনোয়ার আলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতের তারকা ডিফেন্ডার আনোয়ার আলি তাঁর কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বি ম্যাচ খেলেছেন সম্প্রতি। প্রথম ডার্বিতে হার! স্বাভাবিক ভাবেই হতাশ আনোয়ার। তবে ভবিষ্যতে ভালো খেলে দর্শকদের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর আনোয়ার।
সোমবার সাংবাদিক সম্মেলনে আনোয়ার জানিয়েছেন, "আমরা সবাই প্রস্তুত ম্যাচের জন্য। এটি অনেক বড় ম্যাচ হতে চলেছে। আমরা আমাদের ১০০% দেব। আমাদের ছেলেরা উৎসাহিত খেলার জন্য।"
আরও পড়ুন- ডার্বি অতীত! মাছিন্দ্রা এফসিকে হারিয়ে এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়াই লক্ষ্য জুয়ান ফেরান্দোর
ডার্বির বিষয় আনোয়ার বলেছেন, "এটা আমার প্রথম ডার্বি ছিল। আমার জন্য অবশ্যই কঠিন ছিল। আমি ম্যাচটি উপভোগ করেছি কিন্তু আমি দুঃখিত সমর্থকদের জন্য। তবে আমরা চেষ্টা করবো ভবিষ্যতে ভালো খেলার।"
আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ হেরে নিজেকেই দোষী বললেন অধিনায়ক হার্দিক
এর সাথে তিনি যোগ করেছেন, "আমার স্বপ্ন ছিল মোহনবাগানের হয়ে খেলা। সকলেরই স্বপ্ন থাকে এই দলের হয়ে খেলা৷ এই দলের অসংখ্য সমর্থক রয়েছেন৷ আমি মুখিয়ে রয়েছি দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার জন্য।"