ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব, সই করে অঙ্গীকার আন্তোনিও পেরোসেভিচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এক বছরের চুক্তিতে ক্রোয়েশীয় ফরোয়ার্ড আন্তোনিও পেরোসেভিচকে সই করল এসসি ইস্টবেঙ্গল। আর এরই সাথে নিজেদের বিদেশী কোটা পূরণ করল লাল-হলুদ ব্রিগেড। সম্প্রতি হাঙ্গেরির প্রথম ডিভিশনের ক্লাবে উজপেস্ট এফসির হয়ে খেলেছেন ২৯ বছরের এই ফরোয়ার্ড।
আর ইস্টবেঙ্গলে সই করে আপ্লুত পেরোসেভিচ। এসসি ইস্টবেঙ্গল মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পেরোসেভিচ বলেন, "ভারত একটি অসাধারণ দেশ এবং আমি অনেক শুনেছি এখানকার মানুষ ফুটবলের প্রতি কতটা আবেগপ্রবণ। বিশেষ করে, এসসি ইস্টবেঙ্গল আর তাদের সমর্থকদের বিষয়ে প্রচুর কথা আসে। আমি ওদের বিষয়ে পড়েছি এবং আমি অপেক্ষা করতে পারছি না লাল-হলুদ জার্সি পড়ার জন্য।"
ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে জানেন পেরোসেভিচ, আর সেটিকে উজ্জ্বল করতে চান ক্রোয়েশীয় এই ফুটবলার। তিনি বলেন, "আমি দলকে সাহায্য করার চেষ্টা করব যাতে দলের স্পিরিটটা বজায় থাকে। আমি জানি এই ক্লাবের সাথে ইতিহাস কতটা জড়িয়ে আছে এবং আমি ইস্টবেঙ্গলের ঐতিহ্যকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব।"
এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি সম্বন্ধেও সচেতন পেরোসেভিচ। কথা বলেছেন লাল-হলুদ ম্যানেজমেন্টের সাথে। শেষে তিনি বলেন, "ম্যানেজমেন্টের সাথে আমার খুব ভালো কথা হয়েছে এবং আমি মুখিয়ে রয়েছি এক নয়া যাত্রার জন্য। আমি মুখিয়ে রয়েছি কোচিং স্টাফ ও সতীর্থদের সাথে আলাপ করার জন্য। আমি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচের কথাও শুনেছি। আর এতে একজন খেলোয়াড় আরও বেশি অনুপ্রাণিত হয়।"
ক্লাব কেরিয়ারে ৫০ এর বেশি গোল ও ২০ এর বেশি অ্যাসিস্ট করা পেরোসেভিচ খেলেছেন ক্রোয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি ও হাঙ্গেরির প্রথম ডিভিশনে। ২০০ এর বেশি ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি আসছেন এসসি ইস্টবেঙ্গলে।