রিপোর্ট : টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিতে চলেছেন আন্তোনিও কন্তে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে ইন্টার মিলানকে সিরি আ খেতাব জেতানো সত্ত্বেও ক্লাব থেকে একপ্রকার জোর করে অব্যাহতি নিয়েছিলেন আন্তোনিও কন্তে। এবার ফের ইংল্যান্ডে ফিরতে চলেছেন কন্তে। ইংলিশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট দল টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব পেতে চলেছেন এই ইতালীয় কোচ।
একাধিক ইতালীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, কন্তের সাথে আলোচনা সেরে রেখেছে টটেনহ্যাম হটস্পার। এদিকে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর হিসেবে ফাবিও পারাটিচির সাথে কথা বলেছে টটেনহ্যাম ম্যানেজমেন্ট। এর আগে জুভেন্টাসে একসাথে কাজ করেছেন এই কন্তে ও পারাটিচি। আর এর জেরে কার্যত স্পষ্ট, টটেনহ্যামের হটসিটে এবার জায়গা নিতে চলেছেন ইতালীয় এই কোচ।
এর আগে ২০১৬ সালে চেলসির হয়ে দুই বছর দায়িত্ব সামলেছেন কন্তে, ফলে তিনি জানেন প্রিমিয়ার লিগের মত কঠিন লিগে চাপের মধ্যে কিভাবে দায়িত্ব সামলাতে হয়। এবং সেই সময় চেলসির হয়ে প্রিমিয়ার লিগও জিতেছেন কন্তে। এর জেরে কন্তেকে প্রথম পছন্দ হিসেবে রাখছে টটেনহ্যাম।