লাল-হলুদকে বিদায় জানিয়ে ইংলিশ ক্লাব ফ্লিটউড টাউনে সই করলেন অ্যান্থনি পিলকিংটন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আরও এক বিদেশী বিদায় নিলেন ইস্টবেঙ্গল থেকে। তারকা মিডফিল্ডার অ্যান্থনি পিলকিংটন যোগ দিলেন ইংলিশ ক্লাব ফ্লিটউড টাউনে। ইংল্যান্ডের তৃতীয় ডিভিশনে খেলা এই ক্লাবে এক বছরের চুক্তিতে সই করলেন পিলকিংটন।
গত বৃহস্পতিবার দলের সাথে যোগ দেন পিলকিংটন। আইরিশ এই মিডফিল্ডার আগামী শনিবার রচডেলের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলা শুরু করবেন। এই নিয়ে নিজেদের সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে এই খবর প্রকাশ করে ফ্লিটউড টাউন।
এসসি ইস্টবেঙ্গলের প্রথম বিদেশী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা পিলকিংটন। গত আইএসএলে বেশ নজর কেড়েছিলেন ৩৩ বছরের এই ফুটবলার। নিজের স্কিল ও ফুটবল সেন্সে বেশ ভালো খেলেছেন পিলকিংটন।