ইস্টবেঙ্গলের আরও এক বড় টার্গেট হাতছাড়া! সই করলেন বিদেশী ক্লাবে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একে একে ইস্টবেঙ্গলের সকল টার্গেটরাই হাতছাড়া হয়ে চলেছে। শুক্রবার হাতছাড়া হয় ভাস্কর রায়, যিনি সই করেছেন মুম্বই সিটি এফসিতে। এবার এই বিদেশী টার্গেটকেও হাতছাড়া করল ইস্টবেঙ্গল।
বিদেশী টার্গেট হিসেবে ইস্টবেঙ্গল নিতে আগ্রহী ছিল আইএসএলের অন্যতম সফল ফরোয়ার্ড দেশর্ন ব্রাউনকে। কথাবার্তাও অনেক দূর এগিয়েছিল। কিন্তু শেষ অবধি ব্রাউন সই করলেন বিদেশের একটি ক্লাবে।
ইউনাইটেড স্টেটস লিগের দল স্যাক্রামেন্টো রিপাব্লিক এফসিতে সই করেছেন জামাইকান এই ফরোয়ার্ড। লিগ ও ফেডারেশনের সম্মতি পেলেই দলে যোগ দেবেন দেশর্ন ব্রাউন। নিজেদের ওয়েবসাইটে এই খবর ঘোষণা করে রিপাব্লিক এফসি।
এবং এর জেরে বড় ধাক্কা পেল ইস্টবেঙ্গল। এক সময়ে মহমেডান স্পোর্টিংয়ে কার্যত নিশ্চিত হওয়া দেশর্ন ব্রাউনকে ছিনিয়ে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ অবধি, ব্রাউনকে সই করাতে পারল না লাল-হলুদ ব্রিগেড। এবং এই খবর নিঃসন্দেহে ইস্টবেঙ্গল সমর্থকদের আরও হতাশায় ফেলবে, তা বলাই যায়।