জন্মদিনে বড় ঘোষণা, আরও দুই বছর ভিসেল কোবের হয়ে খেলবেন আন্দ্রেস ইনিয়েস্তা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার জন্মদিন। আর এই বিশেষ দিনেই অত্যন্ত বড় ঘোষণা করল ইনিয়েস্তার বর্তমান ক্লাব ভিসেল কোবে।
মঙ্গলবার বিশেষ সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয়, আরও দুই বছরের জন্য জাপানি এই ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। আগামী ২০২৩ সাল অবধি ভিসেল কোবের হয়ে খেলবেন ৩৭ বছরের ইনিয়েস্তা।
এই নিয়ে ইনিয়েস্তা বলেছেন, "আমি গত তিন বছর ধরে যে লক্ষ্য ও চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে গিয়েছি, আগামী দুই বছরের সেই প্রত্যয় নিয়েই খেলে যাব। আমি এই ক্লাবের প্রকল্পের সাথে আরও দুই বছর থাকতে পেরে খুব খুশি।" এদিকে ভিসেল কোবের স্পনসর রাকুটেনের সিইও হিরোশি মিকিতানি ইনিয়েস্তার সম্বন্ধে বলেছেন, "আমি জোরভাবে মানি যে ওনার নীতি এবং মনোভাব শুধু আমাদের তরুণ ফুটবল অ্যাথলিটদের অনুপ্রাণিত করবে না, বরং গোটা জাপানকে অনুপ্রাণিত করবে।"
২০১৮ সালে এফসি বার্সিলোনা থেকে ভিসেল কোবেতে যোগ দেন ইনিয়েস্তা। আর তারপর সেই ক্লাবের সাফল্য দিনের পর দিন বেড়েছে। ৫৫ বছর পর এএফসি চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করেছিল ভিসেল কোবে। এছাড়া এম্পেররস কাপও জিতেছে এই ক্লাব। আর তার মূল কারণ হিসেবে আন্দ্রেস ইনিয়েস্তার নামই সবার আগে আসে।