"সবুজ-মেরুণ সমর্থকদের জন্যই যোগ দিলাম", পাঁচ বছরের চুক্তিতে সই করে বার্তা অমরিন্দরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অবশেষে জল্পনার অবসান, এটিকে-মোহনবাগানের হয়ে সরকারিভাবে চুক্তিবদ্ধ হলেন অমরিন্দর সিং। পাঁচ বছরের দুর্দান্ত চুক্তিতে গতবারের রানার্স আপ দলের সাথে যোগ দিলেন চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসির অধিনায়ক। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ করে এটিকে-মোহনবাগান।
এর আগে এটিকের হয়ে ২০১৫ সালে আন্তোনিও হাবাসের অধীনে খেলেছিলেন অমরিন্দর। আর ফের কলকাতায় ফিরছেন পাঞ্জাবের এই দুর্ধর্ষ গোলকিপার। এই মুহুর্তে দোহায় ভারতীয় দলের সাথে বিশ্বকাপ যোগ্যতা অর্জনের প্রস্তুতি শিবিরে রয়েছেন। আর সেখানে নিজের যোগদান নিয়ে দিলেন স্বতঃস্ফূর্ত বার্তা।
এটিকে-মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অমরিন্দর বলেছেন, "যদিও আমি কলকাতায় এর আগেও খেলেছি, সেটি ছিল খুব অল্প সময়। এবারের যোগদানটা অবশ্য, আমার ফুটবল কেরিয়ারের নতুন অধ্যায়। গত বছর মুম্বইয়ের হয়ে সব জিতে নেওয়া আমার জীবনের একটি অসাধারণ মুহুর্ত। আমি এই সাফল্যকে আগামী মরশুমে সবুজ-মেরুণ জার্সিতে পেতে চাই।"
এরপর এটিকে-মোহনবাগানে যোগ দেওয়ার তিনটি কারণ বললেন অমরিন্দর। তিনি বলেছেন, "তিনটি কারণ রয়েছে আমার কলকাতায় ফিরে আসার। সেগুলি হল, এটিকে-মোহনবাগানের বিপুল সংখ্যক সমর্থকদের ভালোবাসা, কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার ফুটবল তাত্ত্বিকতা এবং এই শহরের গৌরবময় ফুটবল ইতিহাস।"
শেষে কোচ আন্তোনিও হাবাসকে নিয়ে অমরিন্দর বলেছেন, "আমি আইএসএলের দ্বিতীয় মরশুমে হাবাসের অধীনে খেলেছি। সকলে জানে আইএসএলে ওনার সাফল্যের বিষয়ে। হাবাসের ফুটবল তাত্ত্বিকতা আমায় আকর্ষিত করেছে। সব থেকে বড় ব্যাপার হল, উনি ভারতীয় ফুটবলারদের থেকে নিজেদের সেরা খেলাটিকে তুলে আনতে পারেন। এই দলের সদস্য হতে পেরে দারুন লাগছে।"
ফলে গোলকিপার লাইনে ভারতের অন্যতম সেরা দল হয়ে উঠল এটিকে-মোহনবাগান। দুর্দান্ত পারফর্মার অরিন্দম ভট্টাচার্য তো ছিলেনই, এবার ভারতের অন্যতম সেরা গোলকিপারকেও পেয়ে গেল এটিকে-মোহনবাগান।